রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

সন্দীপন গঙ্গোপাধ্যায়

 



সন্দীপন গঙ্গোপাধ্যায় * দু’টি কবিতা 


কিছু কথা 

কিছু ভালো লাগা থেকে থাকি দূরে 

কিছু ভালবাসা বুকের ভিতরে । 


কিছু আলো খুঁজি রোজ রাতে 

কিছু কাঁকর সাদা ভাতে । 


কিছু ফুল ঝরে বুকে ভোর বেলায়

কিছু পাতা বড্ড অবহেলায় । 


কিছু পথ হারাই চলার মাঝে 

কিছু পথ রহস্যময় সাঁঝে । 


কিছু লেখা লিখে যাই রোজ 

পথহারা পথিক থাকে নিখোঁজ  ।। 

   












দিন যাপন 

বাতাসে বিষের ছোঁয়া নাও চালাও মাঝি 

গনেশ ওল্টালে আজ ধরি আমি বাজি । 


সাপেরা খোলস ছাড়ে রোজ করে ফোঁস 

কুকুর বাঁধা শিকলে চুপ করে বোস । 


ভাত নেই জাত আছে ধর্ম মাখি গায়ে 

এখানে পুঁতেছি লিঙ্গ সরে যা বাঁয়ে । 


নাও চালাও মাঝি তোমার সময় হলে 

শুকনো বুকের কাপড় অপুষ্টি হাত তোলে । 


জলফড়িং নেচে যায় পদ্মপাতার কোলে 

সাঁঝবাতিটা নিভিয়ে দিও আবার আঁধার হলে ।। 

       











************************************************************************************************************



সন্দীপন গঙ্গোপাধ্যায় 

১৯৮৫ সাল থেকে লেখালেখি শুরু। বিভিন্ন লিটল ম্যাগাজিনে লিখে থাকেন । দৈনিক বসুমতী, উত্তরবঙ্গ সংবাদ, আজকাল -এ একসময় নিয়মিত লেখা প্রকাশ হত। শুকতারায় গল্প প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন। এখন স্থানীয় পত্র পত্রিকায় লিখে থাকেন ।

1 টি মন্তব্য:

  1. কবিতার গাঁথুনি আর ভাবনার দোল কী সুন্দরভাবে মিশে আছে! নান্দনিক বন্ধন মন ছুঁয়ে গেলো।

    উত্তরমুছুন