সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

গোবিন্দ মোদক

 





গোবিন্দ মোদক * দু'টি কবিতা 

১.


উদাসী জ্যোৎস্নার কারসাজি

গোবিন্দ মোদক


দুঃখকে তরল করতে চাইলে 

একটা রাতকুয়াশা নিশ্চিত নেমে আসে 

সারেঞের লঞ্চে 

তখন উদাসী হাওয়া আর 

     লবণাক্ত জলের মাতামাতি

উপকূল জুড়ে 

লাইটহাউসের নির্নিমেষ আলো

আর হিমায়িত জ্যোৎস্নার নিপুণ কারসাজি।

এসবে মোহিত হওয়ার আগেই টের পাই

বুকের প্রতিটি প্রকোষ্ঠে 

     একটু একটু করে প্রেম জমছে 

আর অনিবার্য একটি শরীরী আবেদন 

দোল খাচ্ছে লঞ্চের মাস্তুলে। 

হে প্রেম… হে নৈঃশব্দ… 

কিছুটা আলুথালু রমণ দাও!




২.


অলৌকিক সাঁতার

গোবিন্দ মোদক


গভীর থেকে গভীরতর কোনও নদীতে

সাঁতার কাটছি 

ফিকে নীল, গাঢ় নীল, নীলিমা 

তারপর অন্ধকার... 

ঠিক জন্ম-প্রকোষ্ঠে থাকা 

নিবিড় এক লাবণ্যময় উষ্ণতার মতো 

অর্ধতরল একটা সাপ-নেশা 

আমার পিছনে পিছনে আসছে 

অনুসরণকারীর মতো;

আমার সামনে তেমন কোনও 

জ্যোৎস্না নেই যার নাভিতে হাত রেখে 

আমি কিঞ্চিৎ উষ্ণতা পেতে পারি,

কোনও নারী, সুরা অথবা 

টাকাকড়ির গল্পও নেই 

যা আমাকে প্রলুব্ধ করতে পারে, 

তবু আমি সাঁতার কাটি 

সাঁতার কাটতেই হয় 

গতিজাড্যের অলৌকিক নিয়মে।



*********************************************************************************************************************************************************




                                       গোবিন্দ মোদক 

কথা:- জন্ম 05-01-1967 
শিক্ষাগত  যোগ্যতা :- M.Com (C.U.)।  
পেশা :- প্রথম জীবনে অধ্যাপনা, পরবর্তীতে India Post (ডাক বিভাগে) কর্মরত।
বাণিজ্য বিভাগের ছাত্র হওয়া সত্বেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঐকান্তিক অনুরাগে হাতে তুলে নিয়েছেন কলম। কবিতা, গল্প, প্রবন্ধ, রম্য রচনা, উপন্যাস ইত্যাদি লিখলেও ছোটদের জন্য ছড়া-কবিতা ও গল্প লেখার মধ্যেই খুঁজে পান অধিকতর তৃপ্তি। প্রচারবিমুখ আত্মমগ্ন এই মানুষটি লেখালিখি ছাড়াও ভালোবাসেন:- বই পড়া, গান শোনা, পত্রিকা সম্পাদনা, অনুষ্ঠান সঞ্চালনা, বেড়ানো, সাহিত্য বিষয়ক নির্ভেজাল আড্ডা, এলোমেলো ভাবনায় নিমগ্ন হওয়া।

প্রথম লেখালিখি: প্রথম কবিতা "প্রেম" প্রকাশিত হয় শারদীয়া অভিষেক (1397) পত্রিকায়। প্রথম গল্প ছাপা হয় তটরেখা পত্রিকায় (হরিপদ'র গল্প) 1989 সালে। প্রথম কিশোর উপন্যাস "গুপ্তধনের খোঁজে" প্রকাশিত হয়েছে 1989 সালে শারদীয় "আসানসোল হিতৈষী" পত্রিকায়।

    প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ *  গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি  সম্মাননা: পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই সবচেয়ে বড় পুরস্কার।

1 টি মন্তব্য: