১.
উদাসী জ্যোৎস্নার কারসাজি
গোবিন্দ মোদক
দুঃখকে তরল করতে চাইলে
একটা রাতকুয়াশা নিশ্চিত নেমে আসে
সারেঞের লঞ্চে
তখন উদাসী হাওয়া আর
লবণাক্ত জলের মাতামাতি
উপকূল জুড়ে
লাইটহাউসের নির্নিমেষ আলো
আর হিমায়িত জ্যোৎস্নার নিপুণ কারসাজি।
এসবে মোহিত হওয়ার আগেই টের পাই
বুকের প্রতিটি প্রকোষ্ঠে
একটু একটু করে প্রেম জমছে
আর অনিবার্য একটি শরীরী আবেদন
দোল খাচ্ছে লঞ্চের মাস্তুলে।
হে প্রেম… হে নৈঃশব্দ…
কিছুটা আলুথালু রমণ দাও!
২.
অলৌকিক সাঁতার
গোবিন্দ মোদক
গভীর থেকে গভীরতর কোনও নদীতে
সাঁতার কাটছি
ফিকে নীল, গাঢ় নীল, নীলিমা
তারপর অন্ধকার...
ঠিক জন্ম-প্রকোষ্ঠে থাকা
নিবিড় এক লাবণ্যময় উষ্ণতার মতো
অর্ধতরল একটা সাপ-নেশা
আমার পিছনে পিছনে আসছে
অনুসরণকারীর মতো;
আমার সামনে তেমন কোনও
জ্যোৎস্না নেই যার নাভিতে হাত রেখে
আমি কিঞ্চিৎ উষ্ণতা পেতে পারি,
কোনও নারী, সুরা অথবা
টাকাকড়ির গল্পও নেই
যা আমাকে প্রলুব্ধ করতে পারে,
তবু আমি সাঁতার কাটি
সাঁতার কাটতেই হয়
গতিজাড্যের অলৌকিক নিয়মে।
*********************************************************************************************************************************************************
প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ * গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি সম্মাননা: পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই সবচেয়ে বড় পুরস্কার।


চমৎকার লেখা।
উত্তরমুছুন