কবিতাগুচ্ছ * শীলা দাশ
মুঠোয় মরীচিকা রেখে
জ্বলে ওঠে হাজার ওয়াটের
হলুদ সূর্যমুখী ঝলক।
ব্যর্থতার বীজ থেকে জন্ম নেয়
কমলা আলোর শস্যরেখা।
তোমার চোখের কোটরে
গাঢ় ভয় সঙ্কোচ বেদনা
বিচ্ছেদের কান্না নদী হয়ে
ভেসে যায় কোন মোহনায়?
বিষাদ শাড়িতে ওড়ে এক
বুক বাতাসের জন্য হাহাকার।
সময়ের ঘোড়া ছুটে যায়
হাঁ করা খাদের পথ দিয়ে
খুরের শব্দ টগবগ টগবগ।
পাহাড়ী নদীতে শব্দ কুলকুল
বাতাসে পচন ঘ্রাণ।কখন যে
আয়ুর গর্ভে ডুবে যাবে পতঙ্গ সঙ্গীত?
শেকড়গাড়া কর্কটের ভেতরে
আজন্ম পাপ অভিশাপ
জন্ম তিল, জোড়ুল অস্পৃশ্যতা
ভীরুতা একদিন উড়ে চলে যাবে
উড়ন্ত সাহসী চিলের মতো।
যখন নিজস্ব বিশ্বাস ভেঙে যায়
নিহত হয় প্রাচীন গ্রহ ,কুমারী
ফুলের ঠোঁটে বাসনার বীজ
মরে যায়,ঠান্ডা জলে ভেসে আসে
নিরীহ কাকের মৃতদেহ।তখন
বিষ পান করে শরীরে জমে ওঠে
নীলকন্ঠ ঘাম আর দাবানলের বুকে
আত্মহত্যা করে মৌতাতে মাতাল বাতাস।
রাত নিরাবরণ। নীল জলের আকাশে
ভাসছে নৌকার মত আধখানা ভাঙ্গা
চাঁদ।প্রেম জানে ভালোবাসার মানে
শরীর বুনন আর পরমান্ন সুধা।
আকাশ ছুঁয়েছে নক্ষত্রের হৃদয়।
নক্ষত্র আকাশের বুক ছুঁয়ে মেপেছে
মেঘের ধূসর শাড়ি আর আলুথালু প্রেম।
এদিকে রাতের যত বয়স বাড়ে নক্ষত্রের
কাছে নিবিড় হতে হতে আকাশ অন্তঃসত্ত্বা
আর মেঘেরা গর্ভবতী হয়। তারপর হঠাৎ
বজ্রপাত সাথে সাথে আকাশের গর্ভপাত।
হে অলৌকিক পৃথিবী
তুমি শঙ্খ হয়ে বাজো
সন্ধ্যার ময়ূরী হও
চন্দ্রকলায় তরুণী হয়ে
নরম আঁচল পেতে
এসে বসো শস্য খেতে।
তোমার চোখে প্রিয়
জলধর এক পুকুর
চাঁদ খুঁজে খুঁজে হন্যে
হয়ে ঘুমিয়ে পড়েছে।
তোমার চোখের ঝলক যেন
অপলক কিশোরবেলা অবুঝ
নাবালিকা খেলা অলিভ চিকন
কোমলতা।কবে ফলবতী হবে
বৃক্ষ আর পুষ্পবতী নারী ?
বৃক্ষ পুরান থেকে ঝরছে জল
অবিরল।জলের গায়ে দাগ
পড়ে না।গড়িয়ে যায় টুপটুপ।
জলে ভেসে যায় হৃদয়পুর ।
******************************************************************************************
শীলা দাশ
জন্ম ৪ জানুয়ারি ১৯৫২,বারাসাত
পিতৃভূমি বাংলাদেশ
শিক্ষা এম এ বাংলা কলকাতা বিশ্ববিদ্যালয়
অবসরপ্রাপ্ত রাজ্যসরকারি কর্মচারী
নিবাস বারাকপুর
পশ্চিমবাংলায় বিভিন্ন জেলাসহ কলকাতার
কিছু বিখ্যাত সাহিত্য পত্রিকাতে নানা কাব্যসংকলনে কবিতা প্রকাশিত হচ্ছে।
প্রকাশিত কাব্যগ্রন্থ :
গাঢ় নীল অন্ধকারে * সময় ফুরোবার আগেই * রোদ মেলেছে পা * বিস্মরণে ২৫শে বৈশাখ * নাম দিলাম প্রত্যয় * সেদিন সূর্যাস্তে *পৃথিবীর বয়সিনী মেয়ে* প্রেমকাব্য ও সনেটগুচ্ছ * বইমেলায় প্রকাশিত-- নির্বাচিত কবিতা



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন