অলোক পুষ্পপুত্র * তিনটি কবিতা
উপলব্ধি
'একা আসে একা যায় মানুষ' প্রবর?
প্রশ্ন তোলে আধুনিক, গোড়ায় গলদ
জনক-জননী দুই বিঁধে কাম-শর
ভ্রূণজন্ম আগমন। যায় অষ্ট পদ...
একাকী জীবন শেখে ব্যাকরণ ভুল
'তুমি আর আমি আর আমাদের' গান
ভাগহীন সিলেবাস চুকায় মাশুল
দৈত্য গড়ে স্বার্থপর - নিজস্ব বাগান
বাগানে একটি মেয়ে তৈরি করে মাটি
জৈব সার জল ঢালে পিতা অপারগ
লুডোখেলা সাপ পুট! মেয়ে কান্নাকাটি
মই ভাঙে বারবার যৌন-বিশারদ
বিষাদ বসায় থাবা! কাটে মনোবিদ
ভুল অঙ্ক, প্রবচন বৈয়াকরণিক
মৃত কবির প্রার্থনা
কবিতা দিবসে দেখি ছন্নছাড়া দল
খসে পড়ে কলি কালে - আধুনিক খল
নায়কের ভূমিকায় ধূম হাততালি
নায়িকা পরিয়ে দেন মঞ্চে নামাবলি
বিচিত্র সে উত্তরীয় - ধর্ম সমন্বয়
ইফতার শেষে হাসি, শ্রীরামের জয়!
জাতকবি হাত পাতে অকাদেমি পদ
ক্লাসে নেই অধ্যাপক! কবিতা সনদ -
হা' উত্তর আধুনিক, বিচারক নেতা!
বাসনা পূর্ণ করেন ভারত বিধাতা...
কবির কর্তব্য লেখা, ধরা সমকাল
গাজর দেখিয়া তাঁর জিভে ঝরে নাল!
নালকাঁটা বিদ্ধ করে দেবতার শব
রজনী পোহালে দেবী, হোক কলরব!
কাম(ড়)সূত্র
জিভের 'পরে হঠাৎ করে কামড় বসায় দাঁত
অসাবধানে, কহেন সুধী; অপর কারণ বাদ
বিসম্বাদের নাইকো হেতু, জ্ঞানীর বচন, প্রীতি
বিরাজ করে মুখবিবরে - জিভ দশনের যুতি
দশন হাসি দেখলে খুশি, জিভের বেলায় রাগ
ভেংচি কাটা বিশ্রী স্বভাব! ঠোঁটের উপর দাগ
আঙুল তোলে চুপ নিশানা, অ-বাক স্মরান কবি
দাঁত নামে বা'র জিভে লঘু, লাজুক মহাস্থবির
স্থবির পতি! জয় মা কালী, মানত সোনার জিভ!
শ্রীরামকৃষ্ণ দু:খকাতর, বিবেক ভাঙেন শিব!
কৃষ্ণ হারান মহাভারত... জিভ ধরে রাম টান
চোর টু রাজা ডাকাত রানী দেন দাঁতে রোজ শান
শান চকমক, জিভ লকলক, দন্ত বসায় কামড়
শ্রীবাৎসায়ন রক্তপাতের সূত্র শোনান অপর
***************************************************************************************************


অসাধারণ লেখা। ভাবনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ও প্রকাশভঙ্গি বিস্মিত করে। কবির থেকে আরো লেখা পড়ার অপেক্ষায় থাকলাম।
উত্তরমুছুনধন্যবাদ বিশ্বজিৎবাবু।
উত্তরমুছুন