রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

লিটন শব্দকর




লিটন শব্দকর * দু’টি কবিতা


ওয়াগন এক 

বিক্ষত ওয়াগনের শ্যাওলার ওপর 

ছড়িয়ে আছে জুঁইফুল, ওখানে একটি বাড়ি 

আর তাতে একজন বৃদ্ধা থাকেন, 

সেকথা অন্য একদিন বলা যাবে, 

এখন বরং ওখানকার রাতের কথা বলি


রাতের গভীর কবিতার বিজনে

দুজন লোক কয়েক ঘন্টা আগে ফুরোনো দুপুর, বিকেল সন্ধে 

হাতড়ে চলছে

মাস কাটানোর মসৃণ পথে পথে

কতগুলি নীরস গদ্যের প্রাচীর পেরোনো 

ওখানে ঘুণপোকার আস্তানা













উৎসব যখন 

জ্যামের শেষেই একটি উৎসবের রেখা 

আজ যা চাহিদা মাত্র

কাল তাইই একমাত্র প্রয়োজন 


সময়ের গায়ে ধুলো এখন আর 

প্রশ্নহীনভাবে লেপ্টে থাকে না


আলো বাতাস কাউকে না কাউকে

চিনিয়ে দেয় ঠিক দিন কিংবা রাতে


মিথ্যে সুতো, বুনন কেটে একপাল হায়েনা

হেমন্তের বৃষ্টিতে হাঁটু গেঁড়ে বসে












***************************************************************************************************************




 লিটন শব্দকর

ঠিকানা: উত্তর ত্রিপুরা, ধর্মনগর শহর  শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ : অরণ্যলিপি সম্পাদক : আনন্দবার্তা সাহিত্য পত্র

1 টি মন্তব্য:

  1. এক ভাবনা থেকে অন্য ভাবনার দূরত্ব/নৈকট্য বেশ মুন্সিয়ানার সঙ্গে আঁকা হয়েছে লেখায়।

    উত্তরমুছুন