প্রবীর কোনার * দু'টি কবিতা

জীবন
কিছু শীত আসে তোমাকে জানিয়ে জানি,
বনে ঝোপঝাড়ে তারই যেন ইঙ্গিত ;
মাঝ থেকে বৃথা কুয়াশার হয়রানি,
দূর থেকে দেখে মনে হল স্বাভাবিক ।
হাত ছেড়ে যারা পাল্টে ফেলেছে দল,
খোঁজ নিয়ে দেখ কেউ ভালো নেই আর;
চশমার নিচে একা চোখ ছলছল,
ঘষা কাচ ছোঁয় সংসার চিৎকার ।
জীবনের সব অহমিকা এসে থামে ,
চিতার আগুনে একে একে পুড়ে ছাই;
কিছু ভালোবাসা বসন্ত দেখে নামে,
জ্যোৎস্নাকে নিয়ে ফুলের দোকানে যায়।
যার কথা ছিল সেই তুলে নিল হাত,
তবুও আমরা স্বপ্নের ফেরিওয়ালা ;
মাঝ থেকে তুমি মিছে জেগে থাকো রাত,
জীবন মানে তো বহুদূর ফয়সালা ।
তুই মোর তটিনী
সেদিনই প্রথম তোকে আমি দেখেছি
বন ধানক্ষেত বাঁশের সাঁকোটি ধরি
ভাঙাচোরা পথে যেতে যেতে এঁকেছি
স্কুলে রেখে আসা বাড়ন্ত এক কুঁড়ি।
এইতো সেদিনই যেন কত ব্যবধান
মনে হল তুই আমাকেই খুঁজছিস
নীল খামে রাখা না-পাওয়া ক্ষতস্থান
নিদেনপক্ষে একবার পড়ে নিস।
আমি যাযাবর প্রতিবেশী গ্রামে থাকি
আড়চোখে তোকে দেখি গেছি কতবার
কাঙালের মন তোকে ছাড়া কিচ্ছুটি
ভালো লাগে না রে পুড়ে পুড়ে ছারখার।
একবার যদি দেখাতেও পারতাম
কবে থেকে আমি পুষে গেছি পাখিটা
খামের ভিতর দেওয়া আছে ডাক নাম
আমি দিয়েছি রে তুই ঠিক যতটা।
তোকে সেইদিনই মনে মনে বললাম
কেন নাম নেই এত বড় কাহিনী!
তারপর থেকে ঠিক করে ফেললাম,
আমি তোর ঢেউ তুই হবি তটিনী ।
*********************************************************************
জন্ম পূর্ব বর্ধমান জেলার রায়না থানার রামবাটী গ্রামে ।পেশায় শিক্ষক ।সাহিত্য তার কাছে অবসরের শুশ্রূষা ,তার নিকটতম উপশম




লেখায় উল্লেখযোগ্য কোনো জটিলতা নেই। বেশ ভালো লাগলো। চোখকে শান্তি দেয় এ লেখা।
উত্তরমুছুন