স্বপন নাথ * দু’টি কবিতা
প্রেমে পরাগ হয়ে আছে
ঈশ্বর প্রেমে পরাগ হয়ে আছে ।
তাকে পাব বলে
নাইতে নেমেছি জলে ,
ফলে আমার পোশাক ভিজছে
এবং
আমি
আমার বিনতী ;
খাট পালংকের ঘূণের ভিতরে যেভাবে জীবন - - -
জল কি আমায় প্রেক্ষিত বিহীন
ডেকে তুলছে শালবন ?
তুমিতো ঈশ্বর চেনো ; গাছে গাছ কোমর জড়িয়ে কাছে
প্রেমে পরাগ হয়ে আছে ।
কথা
কথাও পিলসুজ হয়
কখনো তর্জনী
অনামিকায় চন্দন মেখে
কাছে রাখে শাশ্রু নদী ।
শেকড়ে জড়িয়ে নিলে তাকে
শিখরে পল্লবঘন কুসুম ফোটে ;
বুকের বল্কল ছেড়ে
ভালোবাসায় স্তব্ধ হয়ে যায় পৃথিবী ----
ভ্রম জন্ম চর
কথা যেন দীর্ঘ গ্রীবা জীব
চেটে নেয় মরুভূমি থর ।
*********************************************************************************************************
স্বপন নাথ
পিতা : বলাই চন্দ্র দেবনাথ।মাতা:শ্রীমতি মায়া নাথ।গ্রাম-বেটিয়ারী, ডাকঘর- নলপুর, থানা-সাঁকরাইল, জেলা- হাওড়া,পেশা- শিক্ষকতা ।
নেশা-লেখা , মূলত কবিতা ও প্রবন্ধ ।
প্রকাশিত কাব্যগ্রন্থ : আটটি। প্রথম প্রকাশ (2006)বাতুল বালিয়াড়ি। পর্যায়ক্রমে মৃত্যুজপ শীলিত পরিক্রমা, চন্দ্র হলো না,সেই হরিণী যেই হরিণী, দ্বীপজন্ম, আয়াত পেরনো জল, গ্রহণ, প্রভৃতি । সবকটিই শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের তদারকিতে প্রকাশিত । প্রকাশিতব্য "ছিপ ধরা প্রহর "2022কোলকাতা বইমেলা ।
"আয়াত পেরনো জল" কাব্যগ্রন্থটি 2020 অন্নদাশঙ্কর রায় স্মৃতি পুরস্কারে মনোনিত হয়েছিল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক আবৃত্তি বিভাকর সম্মানে ভূষিত ।



কথা যেন দীর্ঘ গ্রীবা জিভ/চেটে নেয় মরুভূমি থর'-- দৃশ্যটি বেশ ভালো লাগলো। ভালো লেখা।
উত্তরমুছুন