যখন ফাগুন
তনয় ভট্টাচার্য
যখন ফাগুন উপচে পড়ছে বান ডেকে যায় ম’নে
আকাশ বাতাস গাছপালা সব খুশির খবর শোনে।
মৌমাছিদল গুন গুন গুন গান গেয়ে যায় কানে
দরজা বন্ধ দেখে নির্বোধ বোঝে না তাহার মানে।
সন্ধে রাত্রি,মায়াময় ভারি অপরূপ পরিবেশে
আবেগ পাখির চঞ্চল খুব,রূপকথার এদেশে।
বসন্ত ঘোর পলাশরঙিন,জানলা খুলছে ধীরে
ঘরের তখন কপাটও দরাজ নদীবসন্ত-তীরে।
ভোরের বাতাস ঝড় হয়ে যেই উঠলো আকাশজুড়ে
ফল্গুনদীও বেরিয়ে এসেছে পাতালের মাটি ফুঁড়ে।
*******************************************************


ধন্যবাদ
উত্তরমুছুনভাবনার দোল খুব ভালো। কবির জন্য অভিনন্দন।
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে।
উত্তরমুছুন