সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

লালন চাঁদ

 



লালন চাঁদ * দু’টি কবিতা 


যুদ্ধ নয় শান্তি চাই 

রাতের ভেতর গহীন রাত 

অনন্ত চেতনায় জেগে উঠে মশাল মিছিল 


কিংবদন্তির কঙ্কাল খুঁড়ি 

ধর্মের ভেতর হানা দেয় বক ধার্মিক 

রক্তে ভেজে কুরুক্ষেত্র 

বিবর্ণ ফরহাদে ভাসে অজস্র মৃত্যুহীন লাশ 


প্যালেস্টাইনের মুমূর্ষু শিশু মৃত্যু হাতে নিয়ে

বেচে দেয় সোনালী শৈশব 

যুদ্ধের বিভীষিকা সারা পৃথিবীময় 


তবু আমরা বৃথা স্লোগান তুলি 

যুদ্ধ নয় শান্তি চাই 













সর্বহারা 

জীবন যুদ্ধে জীবনের গান গাই 

দেবালয়ে ঈশ্বর খুঁজি 

মুখ থুবড়ে পড়ে থাকে এ যুগের মৃত শতাব্দী 


হাওয়ায় জ্বলে ওঠে আগুন 

কবিতাগুলো গান গায় 

কবিতাগুলো বিপ্লব হয়ে যায় 

শিরায় শিরায় জেগে ওঠে অনন্ত রক্তবীজ 


তোমার হাতে আমার হাত 

পাঁজরে বিপ্লবের শব্দ। সর্বহারার গান 


*****************************************************************************************************



 লালন চাঁদ 


জন্ম পঞ্চাশের দশকের মাঝামাঝি। ছোটোবেলা থেকেই লেখালেখি। স্কুলের একটি ম‍্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। কলেজ লাইফে বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়মিত লেখালেখি। স্নাতকোত্তর শেষে একটা ছোটো কাজ। লেখা নেশা। রক্তের সাথে মিশে আছে । এ যাবৎ এগারোটি একক কাব‍্যগ্রন্থ---- @ হৃদয়ে তুমি @ প্রথম কদম ফুল। @ কেষ্টপুরের কেয়া মল্লিক। @ এই সময় অস্থির সময়। @ রমা রায়। @ শব্দে সাজাই কবিতা।@ বেলাভূমি। @ ঈশ্বরের হৃদয়ে জলের শব্দ। @ নীল সমুদ্র। @ অতল জলের বসত। @ বলয় গ্রাস। 

তিনটি ই কাব‍্যগ্রন্থ। @ এখানে আকাশ।@ হৃদয়ভূমি @ আরশিনগর। এছাড়া আছে বেশ কিছু অপ্রকা


1 টি মন্তব্য: