লালন চাঁদ * দু’টি কবিতা
যুদ্ধ নয় শান্তি চাই
রাতের ভেতর গহীন রাত
অনন্ত চেতনায় জেগে উঠে মশাল মিছিল
কিংবদন্তির কঙ্কাল খুঁড়ি
ধর্মের ভেতর হানা দেয় বক ধার্মিক
রক্তে ভেজে কুরুক্ষেত্র
বিবর্ণ ফরহাদে ভাসে অজস্র মৃত্যুহীন লাশ
প্যালেস্টাইনের মুমূর্ষু শিশু মৃত্যু হাতে নিয়ে
বেচে দেয় সোনালী শৈশব
যুদ্ধের বিভীষিকা সারা পৃথিবীময়
তবু আমরা বৃথা স্লোগান তুলি
যুদ্ধ নয় শান্তি চাই
সর্বহারা
জীবন যুদ্ধে জীবনের গান গাই
দেবালয়ে ঈশ্বর খুঁজি
মুখ থুবড়ে পড়ে থাকে এ যুগের মৃত শতাব্দী
হাওয়ায় জ্বলে ওঠে আগুন
কবিতাগুলো গান গায়
কবিতাগুলো বিপ্লব হয়ে যায়
শিরায় শিরায় জেগে ওঠে অনন্ত রক্তবীজ
তোমার হাতে আমার হাত
পাঁজরে বিপ্লবের শব্দ। সর্বহারার গান
*****************************************************************************************************
তিনটি ই কাব্যগ্রন্থ। @ এখানে আকাশ।@ হৃদয়ভূমি @ আরশিনগর। এছাড়া আছে বেশ কিছু অপ্রকা




টুকরো টুকরো দৃশ্যগুলি বেশ বাস্তবিক। খুব ভালো লাগলো লেখা।
উত্তরমুছুন