সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

চন্দ্রাণী গোস্বামী

 



চন্দ্রাণী গোস্বামী * দু'টি কবিতা 


সমর্পণ

যতখানি নত হলে আত্মবোধ ঢাকা পড়ে যায়

শ্রমণের পায়ে


মুখ ফুটে বলতে পারি নি

নিমগ্ন চরণচিহ্ন ধরে ধরে

এগিয়েছি মহা শূন্যতার পথে...


মনে মনে ভেবে গেছি এই লুপ্ত অহং

একদিন তথাগতের দিকে ফেরাবে

ভিক্ষুণি অভাগীকে 


আমার কি আরো শূন্য হওয়ার কথা ছিল!


এই অপেক্ষা চিরকালীন হোক


তবুও নিশ্চিত হতে, রোজ

পরমান্নে করতল ভরে প্রণামমুদ্রা সাজাই...











নিয়তি

নয়ন বিচিত্র পথগামী, জেনেও

এই পথে ভোর থেকে সকাল অবধি

লিখে রেখেছি চোখের সহস্র জল


বেলা ক্রমে শুষে নিয়েছে মধুবাতা ঋতায়েত

আজীবনের অপনয়

অসফল পরিব্রাজন...


তবু এইখানে ব্যথা আসে, অক্ষর জুড়ে কালো কালো নিদাঘ

সেইখানে জুঁই লিখব ভাবি , অথচ...


অবধূতের মতো সন্ধ্যা নামে

তার শাদা কাপড়ে গুঁড়ো গুঁড়ো খসে পড়ে 

আমার অন্ধত্ব, তুমি


বুঝি, জনমের মতো মেঘ হয়ে গেছ,

তবুও তো ঝরে ঝরে পড়া বৃষ্টির ফোঁটায়

চুঁইয়ে চুঁইয়ে কান্না নামে, 

                   কেন নামো তুমি?


নিঃশব্দে ফুঁপিয়ে ওঠে আমারই বিধি...

 



**********************************************************




চন্দ্রাণী গোস্বামী

জন্ম সত্তর দশকের শেষদিকে। স্কুল জীবন, বড়ো হয়ে ওঠা সবই কলকাতায়। পড়াশোনা স্নাতকোত্তর , কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে কলকাতার একটি কলেজে হিসাব রক্ষণ বিভাগে কর্মরত। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তীব্র আসক্তি। নতুন শতকের প্রথম দশকের শেষ থেকে নিয়মিত লেখালেখি। কবিতা আশ্রম, কৃত্তিবাস, গাঙ্গেয়, অপদর্থের আদ্যক্ষর, বম্বে ডাক, তমোহা, সাজি পত্রিকা, বিকল্প বার্তা সহ বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত। খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে তাঁর কবিতার বই----



1 টি মন্তব্য:

  1. 'আমার কি আরো শূন্য হওয়ার কথা ছিল?...এই লাইনটি মনে গেঁথে গেল। খুব ভালো লাগলো দুটি লেখা।

    উত্তরমুছুন