শনিবার, ১৪ আগস্ট, ২০২১

কল্পোত্তম(উত্তম মাহাত)

 



তরুণ কবি কল্পোতম শিল্পের বিস্ময় । পেশায় তিনি রাজমিস্ত্রি, কিন্তু তার যে-হাত ইট বালি সিমেন্ট ঘাটে, সেই হাত-ই কথা বলে  ওঠে গল্পে ,কবিতায় ,আঁকায়। একটি উপন্যাস সহ ইতিমধ্যেই তিনি লিখে ফেলেছেন পাঁচটি গ্রন্থ ।



কবি কল্পোত্তম(উত্তম মাহাত) -এর দুটি কবিতা 


৪২.

সকাল হবে সেগুন বাগানে

পাখিদের প্রাণে,

সকাল হবে উঠানে উঠানে

শিশুদের টানে।


উড়ে পাখি ছুটে শিশুদল

কোলাহল রচে,

সব করার আছে মনোবল

অশেষ খরচে।


ছেঁড়া কাগজের টাকা দিয়ে

কিনে নেবে সব,

দুঃখ বেদনা মুছে দিয়ে

আনবে পরব।



43

সকল স্বপ্ন আঁকা পাখায়, পাতায়

বৃষ্টি থামবে এসে ছাতায়, মাথায়

কোলাহল করবে কতজনে

ভিজলে সেই ক্ষণে।


সকল বিন্দু জুড়ে এখান সেখান 

সকল সিন্ধু করে আদান প্রদান

স্বপ্নময় রতন জনে জনে

খুঁজবে মনে মনে।


নদীর লব্ধ ধারা তীরের মাটিতে

জলের শব্দ ধারা সকল ঘাঁটিতে

ছুঁয়ে যায় সকল ক্ষণে ক্ষণে

সরল সাদা মনে।


তীরের লব্ধ মাটি ধোয়াতে ধোয়াতে

পাড়ের ইচ্ছেদের নোয়াতে নোয়াতে

লব্ধ জ্ঞান ছড়ায় যত বনে

আকুল প্রলোভনে।




1 টি মন্তব্য: