কবিতার যে ব্যাখ্যাতীত মায়া, তোলপাড় করা ঢেউ, শিহরণ জাগায় অন্তর্লোকে, তাকেই যেন নিজস্ব শব্দে, ছন্দে ধরতে চান কবি রজতকান্তি সিংহচৌধুরী।' সমস্ত রাত একটা জাহাজ খুঁজছে তীর / সমস্ত রাত এক তলোয়ার বিঁধছে বুকে...' এমনতর মগ্ন উচ্চারণে স্নিগ্ধ হয় আমাদের কবিতাবোধ।
কবি রজতকান্তি সিংহচৌধুরী-র দুটি কবিতা
সমস্ত
সমস্ত রাত একটা জাহাজ খুঁজছে তীর
সমস্ত রাত এক তলোয়ার বিঁধছে বুকে
সমস্ত দিন শিয়ালদা,তার মস্ত ভিড়
আপোড়া পৃথিবী তোমার দিকেই রয়েছে ঝুঁকে
সমস্ত রাত ট্রেন চলে যায় ঝমঝম
কানে তালা ধরে, বাধ্য করেছে কুলুপ দিতে
সমস্ত দিন কাল ভ্রমরের কী গুঞ্জন
নীল পদ্মের মধু খুঁজে চলে সে নিভৃতে।
গর্জন
গর্জনরত পর্জন্যের মতো জনৈক ষাঁড়
ধাবিত হয়েছে গাভীটির দিকে যেমন মাতাল পাঁড়
লাজুক গাভীর উতল আপীন
মাঠে শরতৃণে হয়ে আছে লীন
ক্রন্দসীরেখা হবে অবডীন ছুঁয়ে ডানা বলাকার ?

অপূর্ব! দুটি কবিতা বেশ অন্যরকম।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনবেশ সুন্দর কবিতাদুটি।
উত্তরমুছুন