শনিবার, ১৪ আগস্ট, ২০২১

প্রিয় কবি প্রিয় কবিতা * প্রেমেন্দ্র মিত্র


এই বিভাগে আমরা এমন দু-একটি  কবিতা পড়ব , যে কবিতা আমাদের অন্তর্লোকে বিস্ময় সৃষ্টি করে শুধু নয় ,আমাদের কবিতা পড়ার আনন্দে অবগাহন করায় , প্রতি দিন  প্রতি মুহূর্তে | এই পর্যায়ের কবি যে সবসময়  বিখ্যাতই  হবেন , এমনটা নয় , তিনি অখ্যাত তরুণ তরুণতর কবিও হতে পারেন , কিন্তু ,শর্ত একটাই ,কবিতাটি যেন আমাদের মর্মলোক স্পর্শ করে | স্বরবর্ণ /৩   সংখ্যায় 'প্রিয় কবি  প্রিয়  কবিতা ' বিভাগের কবি হলেন  প্রেমেন্দ্র মিত্র   |






 



মুখ

প্রেমেন্দ্র মিত্র


একটা মুখ কাঁদায় হয়ে শীতের রাতে পথে অনাথ শিশু,

মেলায় বাজিকরের খেলায় একটা মুখ মুখোস পরে হাসায়। 

খেয়ার নায়ে ওপারে যেতে কবে যে কোন ভিড়ে 

একটা মুখ এক নিমেষে অকূল স্রোতে ভাসায়!

কার সে মুখ কার? জানে কি তারা - ছিটোন অন্ধকার


সে মুখ যারা দেখেনি তারা জানে না জ্বালা নিদান যার নেই। 

শীতের দিনে পোহায় রোদ উঠোনে বসে আরামে কাঁথা গায়,

ঝুমকোলতা দেয়ালে তোলে,মরাই রাখে ভরে,

ফল কি ফুল পাড়তে শুধু নাগাল ডাল নামায়। 

হোক সে মুখ যার,

অনিদ রাতে কাঁপে না  অন্ধকার।


সে মুখ যার পড়েছে চোখে ঘরে-ই থাকে যায় না সে-ও বনে,

বসত করে পাঁচিল ঘিরে, হিসেব করে পুঁজি যা আছে ভাঙায়। 

তবুও কোন হতাশ হওয়া একটা ছেঁড়া ছায়া 

তারার ছুঁচে সেলাই করে রাত্রি জুড়ে টাঙায়।

কার সে ছায়া, কার?

প্রাণেশ্বরী পরমা যন্ত্রণার।।



1 টি মন্তব্য: