' দাও যত গল্প গুঁজে দাও আমার ভেন্টিলেটরে, / আর সবই তো পাপ-- / কেয়ামতের অপেক্ষায়...' এমন উচ্চারণ যাঁর কলমে, তাকেই তো খোঁজে আবহমান বাংলা কবিতা। চেতনার গভীর প্রদেশ থেকে উঠে আসে তরুণ কবি শাহ নওয়াজের শব্দস্বর 'জল্লাদের / পাপবোধ চাঁদ ছুঁয়ে বৃষ্টি নামায় '
কবি শাহ্ নওয়াজ-এর কবিতা
ক)
উপুড় হয়ে শুয়ে থাকা নৌকোর রন্ধ্রে
একটা মাছি(মাছই)— হিংস্রতার
এমন শান্ত রূপ।
দীর্ঘ অপেক্ষার অবসান;
যা তোকে মরতে দিলাম।
নিতম্বে লজ্জা রেখে জিরানো মাঝি
টের পাবেনা অক্সিজেনের অভাব।
খ)
কেন সিনেমা শুরু হলে আলো নিভে
যায় আর একে একে ভেসে ওঠে
ডিরেক্টর, প্রোডিউসারের নাম?
হুংকার হয়ে ফিরে আসে উদীয়মান
সূর্যের নবীনতম অবিশ্বাস।
জল্লাদের পাপবোধ চাঁদ ছুঁয়ে বৃষ্টি নামায়,
একাকীত্বের তাহাজ্জুদ অনুরণিত হয়
আর তারাগুলো খসে পড়ে
প্রাচীনতম সংঘর্ষের প্রায়শ্চিত্তে।

খুব ভাল লাগলো।
উত্তরমুছুন