স্মৃতিচিহ্ন
১
দেখেছি জলের চিহ্ন অমলিন আছে
এদেশ ওদেশ নয়, চেনাজানা তীরে
আমাদের স্মৃতিচিহ্ন খেলা মাঠ ঘাট
অবিকৃত তারা আছে বুকের গভীরে!
২
বটফল হাতে নিয়ে ছুটেছি দুপুরে
কোথা থেকে ছুটে এলি দিনকানা তুই
ভেঙে গেল ফেটে গেল লাল বটফল
মুঠোতে দেখেছি তোর ধরা সাদা জুঁই!
৩
স্মৃতি অ্যালবাম খোলে চিহ্নচূর্ণ দিন
কোথাও বিষাদ ঝোলে বিষণ্ণ আতর
মরে যাওয়া রাতের রূপকথা ছবি
দলিলে লিখেছে তাই সমস্ত স্থাবর!
৪
দানপত্র লিখে রাখে কার্তিকের কাক
তীর্থস্থানে যেতে গিয়ে হারিয়েছি পথ
কোন্ মুখে চাঁদ দেখি, ছেড়ে যাব কাকে?
আমিও ভুলেছি যেন নিতান্ত শপথ!
৫
কত দূর থেকে ডাক আসে প্রতিদিন
ঘুমের গভীর থেকে স্বপ্ন জাগে কই?
কুয়াশা মাঠের আলে কথা কেটে যায়
তমোঘ্ন আশার আলো জ্বলে ওঠে ওই!
৬
গ্রামদেশ নিস্তরঙ্গ হিম জমে ঘাসে
আকাশ প্রদীপ জ্বলে স্থির তারা যেন
অলৌকিক মায়া নামে পৃথিবী অস্থির
সংকীর্তন মাঝপথে থেমে যায় কেন?
৭
বাসা ছেড়ে পাখি উড়ে গেল শূন্য মনে
শূন্যতায় পাক খেয়ে পাক খেয়ে ঘোরে
আকাশের নীলে নীলে খুঁটে নেয় মোহ
বিচ্ছেদ বিরহে শুধু আর্তনাদ জোড়ে।
৮
নদী শান্ত জল শান্ত অশান্ত হৃদয়
উপশম কোথায় যে ভাবনার রেশ
কষ্টচিত্র এঁকে রাখে প্রাত্যহিক দিন
স্মৃতির কোটরে শুধু উন্মুখ প্রবেশ।
৯
তির্যক রোদের দিকে হেঁটে গেল কেউ
আতান্তর শেষ হলে উৎসাহ দ্বিগুণ
খুশি খুশি ভাব নিয়ে বিকেল দাঁড়িয়ে
তবু আজ মরারোদে কারা হল খুন?
১০
তোমার সংসার আলো, আমি অন্ধকারে
যত্ন দিয়ে সেবা করো— অযত্নে নিঃশেষ
আমার হাড়ের ঘণ্টা বাজে দিকে দিকে
তোমার মঙ্গল-শঙ্খ বেজেছে বিশেষ!
***************************************************************************





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন