রহস্যময় অশ্বারোহী
প্রভাত ভট্টাচার্য
চাঁদনী রাত। নরম জ্যোৎস্নার আলোয় চারদিক আলোকিত। সেই সুন্দর এক আবহে বিশাল প্রান্তরের মধ্য দিয়ে চলেছে এক ঘোড়সওয়ার। দেখে মনে হয় ঈষৎ ক্লান্ত। বুঝি বা অনেক পথ পেরিয়ে এসেছে । সে চলেছে তার নির্দিষ্ট গন্তব্যে।
তাকে দেখে কেমন রহস্যময় মনে হয়। সারা শরীর আবৃত কালো পোশাকে। মাথায় কালো টুপি। মুখ ভাবলেশহীন। ঘোড়াটাও কৃষ্ণবর্ণের ।
একসময় চলা শেষ হল। একটা বড় ঝাঁকড়া গাছের পাশে গিয়ে অশ্ব দাঁড়িয়ে গেল। ঘোড়সওয়ার অবতরণ করল অশ্বপৃষ্ঠ হতে। এখন বিশ্রামের প্রয়োজন।
গাছের নীচে বসে ঘোড়সওয়ার কি যেন শুনল কান পেতে। একবার আকাশের দিকে চাইলো মুখ তুলে।
দূরে শোনা যায় শ্বাপদের চীৎকার। কিন্ত ঘোড়সওয়ার অকুতোভয়। কোষমুক্ত তরবারি পাশে রেখে ঘুমিয়ে পড়ল সে।
রাত শেষ হল। উঁকি দিল ভোরের সূর্য। সূর্যরশ্মির সোনালী পরশে ঘুম ভাঙে ঘোড়সওয়ারের । অসি কোষবদ্ধ করে সে প্রস্তুত হয় যাত্রার জন্য।
আবার চলতে থাকে রহস্যময় অশ্বারোহী। একটা কাগজ বার করে কিছু দেখে নেয়। মুখে তার স্মিত হাসি।
************************************"**************************************************************





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন