এক লাইনের কবিতা
দেবাশীষ ভট্টাচার্য
কান্না
বৃষ্টির দৃষ্টি ধুয়ে দিলো অনুতাপ-এর পাহাড়
ক্রোধ
হীন পরিণাম বোধে হৃদি ভাঙা খর রোদ
আড়াল
ভিতরের তিক্ত গল্পে বাইরের সোনালি পর্দা
স্বপ্ন
মুখোশ বিদ্রোহী চুপচাপ মুখ
*******************************************************************
দেবাশিস ভট্টাচার্য



চারটি ছোট ছোট লাইন এক একটি আলোর মতো। বোধকে আলোকিত করে।
উত্তরমুছুন