রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সুজিতকুমার

 




সুজিতকুমার * দু'টি কবিতা



প্রেক্ষাপট 

জানলায় রেখে যাওয়া ডাং-এর দাগ ভুলতে না ভুলতেই 
দেখি ভিখ মাঙছে ভোর আর ভোর থেকে যথার্থ রূপেই 
পেকে উঠছে দুপুর।

পাকা ফল—
আর তার স্বাদ নিতে না পারা একটি কুকুর 
উষ্ণ দুপুরে জল পোহাচ্ছে।

ভাঙা বাড়ির ছাদে আটকে আছে হু হু করা বুক,
আর বুকের ভেতর খোয়াই কিংবা 
চামচিকেদের জলসাঘর!

জানলা খুলেই রাখি,
ঐতিহাসিক প্রেক্ষাপটের শ্যাওলা তুলছে সূর্যসেনা,
মাটির বাসন, চাটাই, পিঁড়ির স্বাদ...

















বহুবচন 

যার প্রত্যেকটি আওয়াজ 
মাটির ভেতর চাপান দেওয়া, যার কালকে ফুলের কানে 
বোরো স্বাদ নেই ব'লে হাওয়া ঘুরে যায় হিমাচল—
তার বুকের ভেতর ফেরিঘাট!

গাছেদের জালে বল্লরি সুর জড়িয়ে গেলে,
ধোঁয়াটে শোনায় পড়শিকথা।

ঈর্ষা তখন উড়িয়ে যাবেই দূর চাঁদিয়াল—

ঘুমন্ত শ্বাস ভাঙে,
পরম সুখের যন্ত্রণাটাই হয়তো একটু ভয়—

কাঁকড়া জানে,
চিতল মাছও জানে—

             জোয়ার বেলায় সমুদ্রজল বহুবচনই হয়!



*****************************************************************************************f




 সুজিতকুমার 

সুজিতকুমার। জন্মঃ উত্তর চব্বিশ পরগনা, বসিরহাট।কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় হাইস্কুল শিক্ষক। প্রকাশিত কবিতাগ্রন্থের সংখ্যা চারটি। দীর্ঘদিন বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা লিখে আসছেন। সংস্কারবাদী মানবতায় তিনি অঙ্গীকারবদ্ধ







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন