রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

দেবাশিস সাহা

 





দেবাশিস সাহা * দু'টি কবিতা 






পাথরের গান

পাথরের গান শুনতে যাব

কথা ছিল। 

কাঁধে হাত রেখে বিকেলের হাওয়া বলেছিল 

সঙ্গে যাবে। 

বারণ করলেও শোনেনি

দৌড়ে এসে হাত ধরেছে নদী। 


জল থই থই আমাদের সকালের চা-বিস্কুট 

দুপুরের ডাল-ভাত এমনকি  বিকেলের মুড়ি-চানাচুর 

আমাদের সক্কলের খাল-বিল পাহাড়-পর্বত বন-উপবনও 

তথৈবচ। 

টুঁ শব্দটি করেনি কেউ

শুধু আলজিভে মরুভূমি হয়ে ছিল যে-তৃষ্ণা                         

অকস্মাৎ পৃথিবী জুড়ে ফেটে পড়ল 

                               অদৃশ্য করোনার মতো। 

সাথে সাথে মুখে সেঁটে গেল মাস্ক 

অব্যর্থ লকডাউন। চোখ বোজো অনন্ত নক্ষত্রবীথি

কলজের ভেতর বেজে উঠছেন বিসমিল্লা খান 

অতএব অন্তরাত্মা বিছিয়ে শুয়ে পড়ো, হে মন।




 









অবিরল স্রোতধারা

টাটা সেন্টার, শহিদ মিনার পেরিয়ে

যে-মেঘগুলো যে-পাখিগুলো এইমাত্র উড়ে এল 

                                                       বুকের আকাশে

লক্ষ করিনি ভাল করে

সে আসলে মেঘ নয়, পাখি নয়

সে আমার ভাষামায়ের 

                          অবিরল স্রোতধারা










*************************************************************



দেবাশিস সাহা 


1 টি মন্তব্য:

  1. কবির একটি সমাজ সচেতন মন কাব্যিক বিচ্ছুরণে আমাদের বোধকে আলোকিত করে। খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন