সপ্তশ্রী কর্মকার * দু’টি কবিতা
উড়ছে আকাশে
কবিতা লিখতে গেলে,
অধিকাংশ কবিতাই পূর্ণতা পায় না
সেগুলিকে ফেলে রাখি অবহেলা করে,
একদিন কবিতাটা আবার এসে জ্বালাতন করে,
অবিরাম ভাবি তাকে নিয়ে
কীভাবে নতুন শব্দবাণে তূণীর সাজাব?
যাতে কবিতা পূর্ণতা পাবে,
পচা অংশগুলি বাদ দিয়ে
আবার নতুন করে তাতে প্রাণ সঞ্চার করি
সর্বশেষ খবর --
কবিতাটা এখন উড়ছে আকাশে
স্লিপ প্যারালাইসিস
ঘুমের মধ্যে বোবা ধরলে মনে হয়,
কেউ মাটিচাপা দিচ্ছে?
চোখ খোলা,
অথচ আলজিভ জব্দ করে আওয়াজ,
মরা সাপের মতো শুয়ে আছি
দেহের হাড়গোড়ে বিষ ব্যথা!
হঠাৎ মায়ের ডাকে চোখ খুলে দেখি,
একদল ভীমরুল আগুন দেখে আমার গা ছেড়ে দিয়েছে
তখন আমি নতুন ভোরের মতো স্বাভাবিক হই,
লিখি কিছু মুক্তির কবিতা -
বিশ্বস্ত প্রেমিকের কাছে...
******************************************************************-
সপ্তশ্রী কর্মকার
আগরতলা, ত্রিপুরা থেকে লিখছেন। পছন্দ- লেখালেখি, নাচ , রান্না করা।





"কবিতা লিখতে গেলে,/অধিকাংশ কবিতাই পূর্ণতা পায় না"..এমন শাশ্বত উপলব্ধি যে কবির , বোঝাই যায় তার মধ্যে এক অন্তর্গত কাব্যিক জগৎ বাস্তবিক হয়ে আছে। খুব ভালো লাগলো দুটি লেখাই।
উত্তরমুছুন