দেবাশীষ সরখেল * দু’টি কবিতা
ইন্দ্রজাল, আরব্য উপন্যাস
অপরাহ্ণের কিছু আগে এক সুপারি এক ভিয়াইপিকে উড়িয়ে
দিয়েছে ।
তার নাম ধাম পরিচিতি সাধুবেশ সব জাল।
শহরের স্মরণ সভায় মোমবাতি জ্বালায় ।
চুরি করে , নিরীহকে অদ্ভুত কায়দায় ঠেলে ফেলে দেয় ।
চোর চোর বলে চিৎকার করলে
পাবলিক জড়ো হয় ।
সে তো সামান্য হাত
তার ওপরে অনেক অনেক বড় মাথা ।
একমুন্ড পড়ে গেলে
অন্যগুলি কাজ করে দ্রুত।
শহর শান্ত হওয়ার আগেই আবার নতুন অর্ডার।
আরো বড় ইন্দ্রজাল , আরো বড় ফাঁদ ।
আরো বড় আরব্য উপন্যাসের পাতা থেকে উঠে আসে
আলাদিন
কত কত শহরে প্রদীপ নেভায় ।
শুধু একটি
বুকের ভেতর তোলপাড় ,পাড় ভাঙ্গা ঢেউ
উচাটন ।
একটি শব্দে নিজেকে বুঝে নিলে তুমি
হাহাকার ।
সব গ্রন্থি খুলে যায় ,মুছে যায়
এই একটি , একটি শুধু
তার ল্যাপটপে ডুবে থাকা ------
তার প্রশাসন ,রেশমি পোলাও
হাসি , রহস্য ব্যঞ্জনা
পাকে পাকে এই জড়ানো অজগর
বিস্ময় । ঢেলে রাখে মমতার ছায়া
হারানোর প্রশ্ন নেই
এড়ানোর প্রশ্ন নেই
ঘর ভেঙ্গে ,বর ভেঙে
তোমার তাহার সাথে
হেসে থাকা ভেসে থাকা
ভালোবেসে থাকার সময়ও
বুক কাঁপে
তুমি চলে গেলে
কি হবে তাহার
তুমি চলে গেলে
সে রবে কাহার
******************************************************************





একটি পরিচিত বাস্তবকে কী অনায়াস কাব্যিক মুন্সিয়ানায় ফুটিয়ে তুললেন কবি! অভিভূত।
উত্তরমুছুন