রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

গুচ্ছ কবিতা * দীপংকর রায়



পাথুরে বোধনের কান্না শুনি কাশবনে

( উৎসর্গ: দীপ্তিশিখা দাস )


দীপংকর রায় 


২৩৩.

বোকা হয়ে 

বাঁচা ।


অনেক নেই-এর মধ্যে আছে আতঙ্ক , হারানোর আশঙ্কা ;

আভিজাত্য , স্পর্শকাতর 

বোকা প্রেমিকের মতো কিছুটা ।

একটু অনুভব পেলে 

মনে করা , অনেকখানি  

আছড়ে পড়লো বুঝি ;-----


আত্মহারা স্বপ্নদের 

হামলে পড়া ভাব ,

মনে হয় অনেক গল্প তৈরি হলো :


তারপর নির্বোধের 

চর্চা শুরু ----- 


প্রাপ্ত গৌরব !

ধন্য ধন্য অনুভব 

 

সকল অনিশ্চয়তা 

কথা দেয় , থাকে যেন  

কত কথা ....


এরপর জাহান্নামে পাঠিয়ে 

কুঁকড়ে শোয় 

যে ঢেউ ,

কোনো এককালে ;


কোন যুগে ?

ঘাট কূলে আছড়ে 

পড়ে 

অনেক বিকেলের কথায় ;

সেইটুকুই স্বপ্ন সুখ!



২৩৪.

এইমুহুর্তে কবিতা 

উপাদান মাত্র , নিস্পাপ মানুষ-কথা বলাবলি ?


গালে , ঠোঁটে , মাথায়

বিশুদ্ধ বাতাসের 

কথপোকথন 

শোনা কিছুক্ষণ ?


রক্তে নাম লেখা শুরু হয় ....

দুটিচোখের পাতায় 

স্থির দেখে নেওয়া 

উভয়ের সমর্পণ সংলাপ ;


কোনদিকে 

ফেরে  দেখা ?

জলে ভেসে চলে অনেক



২৩৫.

একটি রেখার উপর দিয়ে 

হেঁটে চলা ...


হাঁটতে হাঁটতে 

উজ্জ্বল গোপন রেখাটি মুছে ,

অন্য আর একটিতে দাঁড়ানো !


এ যেন দূর আকাশে 

নক্ষত্রদের নিশ্চিহ্ন হওয়া....


প্রত্যাসারা ক্ষয় হয় যেভাবে 

অসংখ্য মূঢ়তায় ।

গোপন উৎসর্গে 

লেখা হয় কত অসহায়তা... ?


সব ভার বড় দুঃসহ !

একটি গাছের প্রসারিত ডালে 

নির্জন শূন্যতা যেমন 

চেয়ে থাকে , এ যেন ঠিক  তেমন ;


অনেক শূন্যতা দিয়ে  

লেখা হয় 

বুলিশেখানো পাখিটির কথপোকথন ----


গান গেয়ে যায় 

কতভাবে  

পথে পথে অবোধ মন ....?


সেসব কথার সব বলা হলো কি , সেই দিনদুনিয়ার 

গায়কীতে...?

থেমে থেমে ভেঙে যায়  

এ পর্বের যাত্রাগান ,

যেন এক পল্লীপথের 

রাত শেষে .... 


কত পথে

আজও ঘোরে যে মোহমোঞ্জুরী!


নিঃসঙ্গ বারান্দার 

এক কোণায় 

নীরবে দুলতে থাকে 

ভাঙা খাঁচাটির মতো ;


কত বাতাস-কথা 

মনে পড়ে তখন.....!



২৩৬.

এক চিলতে মাটিতে লাগানো 

মাধবীলতাদের 

কত ইঙ্গিত  

বাতাসের ঠোঁটে ঠোঁটে

ভেসে বেড়ায়.....

" এই মণিহার আমায় নাহি সাজে...." কীভাবে বলি ?

এ যেন অন্তরালে 

মুচকি হাসে কেউ ;

অলসবেলা কাঁদে ...

চলো , গান শুনি .....

ওগো ঘুমজাগানীয়া 

মধ্যপথে দুলি .... কোন মরন বিহনে ?



২৩৭.

কিছুটা পেছনে যে চলে 

সঠিক সুবাস সেই চেনে ?


জানেও আত্মহারা হতে....

পথে পথে কাকে 

খোঁজে পথ , একাকীর ঘোরে ?


অনেকের মাঝে ,অনেককে নিয়ে 

যে করে হোই হোই ;

তার বুকেও 

বাতাস ফেরে বাতাসে বাতাসে...


যেতে যেতে পথের মোড়ে 

কী দেখছ ফিরে ফিরে ?

প্রিয় মুখের একান্ত ঘোর ! 


কারা যেন চোখেমুখে এখনো আহ্লাদ মাখে ;


কে কার গহীনে 

ডুবে হয় খুন ?


যে কালোর কালো 

বলো নিজেকে ,

সে আলোর ফুলঝুরি 

এই অমাতেই 

ভাসে যেন ....।










*******************************************************************


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন