রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

পিয়ালী বসু




নকশা 

পিয়ালী বসু 


বেশ কদিন বাদে ফিরলাম । মৃত কুণ্ডলী ঘিরে থাকা কালচে ছাপ পড়া জায়গাটায় আবার এলাম । 

তুমি ঈশ্বর ভালবাসতে , আর আমি তোমায় । তাই , অভ্যস্ত সম্পর্কের অভিসন্ধিটা বুঝতে একটু সময় লেগে গিয়েছিলো । 

অন্ধকার খুঁজতে বেরোলে , ফিরে না আসাটা অবশ্যম্ভাবী হয় কালের নিয়মে , তাই অজস্র শর্তাবলীর তালিকা থেকে বেছে নিতে হয় সাম্প্রতিক আলেখ্যগুলি । ভালবাসতে হয় তাদের , রোদে দিতে হয় আসন্ন শীতে । 

একাধিকবার ভুল দান দিলে , জীবন তা অভ্যাস ' হিসেবেই ধরে নেয় । তাই ভিতরে অবিরাম ক্ষয় হতে থাকা মখমলী আদরগুলোও অতর্কিত হত্যাদৃশ্য দেখে বিস্মিত হয় না । 

প্রস্তুতিহীন ধাক্কা সম্পর্কের যে ভাঙন চিহ্নিত করে বিকল্প চিকিৎসায় তাকেই আমি ' সুখ ' আখ্যা দিই | 






















*********************************************************************************


   

               পিয়ালী বসু 

কবি পিয়ালী বসুর কবিতার বহুমাত্রিকতা পাঠককে স্পর্শ করে। জীবনকে দেখার স্বচ্ছ পরিষ্কার দৃষ্টিভঙ্গি তাঁর। শব্দ ব্যবহারের অত্যন্ত দক্ষ । দীর্ঘকাল সাহিত্যচর্চা করছেন । 'মেধা' নামে একটি দ্বিভাষিক সাহিত্য সংকলন প্রকাশ করছেন ইংল্যান্ড থেকে ,যা ইতিমধ্যেই পাঠকমহলে বিপুল সাড়া জাগিয়েছে 




                                         

1 টি মন্তব্য:

  1. 'তুমি ঈশ্বর ভালোবাসতে, আর আমি তোমায়'... অতুলনীয় এই লাইন। কবির প্রতি নতুন করে প্রেমে পড়লাম। খুব ভালো লাগলো লেখা দুটি।

    উত্তরমুছুন