আসিফ আলতাফ * দু’টি কবিতা
১.
একটি জলপাই পাতা।। আসিফ আলতাফ
বাতাসের হাত ধরে একটি বয়স্ক জলপাই পাতা নিচে নেমে এলো '
একজন দরিদ্র ব্যক্তি বললেন —আরো কিছু পাতা জমা হলে কুড়িয়ে নিয়ে উনুনে ধরাবো,
আজকাল লাকড়ির যে দাম!
একজন কবি ঈষৎ লাল পাতাটিকে দেখে বললেন — এরই নাম জীবন
ঈশ্বর নির্দেশ দিলে শরীর থেকে আত্মার পাতা বিচ্ছিন্ন হয়ে যায়;
একজন রাজনীতিবিদ বললেন — গাছটির যত্ন নিলে এত তাড়াতাড়ি পাতাটি
ঝড়ে যেত না ,
পাতাটির এ অকাল মৃত্যুর জন্য
গাছের মালিকই দায়ী ,
তার বিচারের দাবিতে আগামী কাল থেকে
অনির্দিষ্টকালের জন্য হরতাল;
পাতাটি দেখে গাছের মালিক গর্তের ভিতর
রাখলেন কপ্মোস্ট সার তৈরির জন্য
যা ব্যবহার করে একটি বীজকে তিনি দ্রুত
হৃষ্টপুষ্ট গাছে রূপান্তর করতে পারেন।
২.
একটি আবেগের লালনপালন সংক্রান্ত
দুশ্চিন্তা বিষয়ক।। আসিফ আলতাফ
আপনাকে প্রথম দেখাতেই জন্ম নিয়েছে একটি তুলতুলে আবেগ
আমি একই সাথে তার মা এবং বাবা
তাই সংগত কারণেই তার লালন পালনের ভার আমার ওপর
কিন্তু আবেগটিকে আমি যথার্থ মানুষ করতে পারবো কিনা তাই নিয়ে সন্দিহান
যেহেতু সে একা অতএব আমার কাছে
অধিকতর প্রশ্রয় আশাকরে
এবং অজ্ঞাতসারে সে যে সীমানাহীন
ভালোবাসা ও যুক্তিহীন প্রশ্রয় পেয়ে যেতে
পারে এ ব্যাপারে আমি নিশ্চিত
আদর ভালোবাসা প্রশ্রয়ের ব্যাপারে
আমার কোনো আপত্তি নেই
তবে ভয় অন্যখানে —অধিকতর প্রশ্রয় পাওয়া সন্তান প্রায়ই পিতৃ -মাতৃ হন্তারক হয়
আবেগটির জন্ম ইতিহাসের সাথে যেহেতু
আপনিও জড়িত
এজন্য তার লালনপালন সংক্রান্ত
যথার্থ পরামর্শ আপনার
কাছে প্রত্যাশা করি।
************************************************************************
আসিফ আলতাফ
জন্ম ১৯৬৮ সালের ১আগষ্ট বাংলাদেশের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন ভীমকাঠী গ্রামে । বাবার নাম আব্দুস সোবাহান মোল্লা এবং মায়ের নাম জোহরা খাতুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯সালে বাংলা ভাষা ও সাহিত্য স্নাতকোত্তর ডিগ্রি লাভ। ২০১২সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রী লাভ । বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক। পেশা: অধ্যাপনা। বর্তমান অধ্যক্ষ, আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজ সেনহাটী, দিঘলিয়া, খুললনা, বাংলাদেশ। ও মফস্বল সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চল, খুলনা, বাংলাদেশ। প্রকাশিত গ্রন্থ: ১ । কৃষ্ণ মেঘের কাব্য ২। জল তৃষ্ণায় কাঁদে জল শরীর ৩। যৎ কিঞ্চিৎ






লেখাগুলি বেশ গভীর ভাবনাকে প্রক্ষালিত করে। খুব ভালো লাগলো।
উত্তরমুছুন