রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

দেবাশীষ মুখোপাধ্যায়

 


               
দেবাশীষ মুখোপাধ্যায় * দু’টি কবিতা 

 









সুখের কাব্যগান

সন্ধ্যা নামলেই বুকের ভেতর দাপাদাপি করে যে চাঁদ
তার জ্যোৎস্নার রঙ লাল
কানাকানি করে তারারা আকাশের বিছানায়
হয়তো তোমার আমার কথাই বলে


জাগতে থাকা রাতে
শুধু নীরবতার আদরে ভাসি দুজন
স্পর্শের পাঁচালী কতো কথা বলে
যা পড়ে ছিল এতোদিন অদেখায়

লাল চাঁদ ভেজায় উষ্ণ আবীরে
আদুল গায়ে সে আবীর নরম সুখ দিয়ে যায়
একটা পথ খুলতে থাকে দুজনের সামনে
স্বপ্নময় মায়াবী আলোভেজা

আগামীর শপথ জাগে আঙ্গুলে আঙ্গুল
উড়ে যায় চাওয়ার নীলকন্ঠ পাখিটা
ডানা ঝাপটানোয় বুকের গভীরে বাউলের দোতারা
হাতে হাত শুধু আলোর পথচলা 

                 














নতুনের জন্মে জীবন জাগে
ছাইয়ের পরে কি?
সব শেষ?
নাকি আবার নতুন শুরু?
নতুন মাটি।
নতুন ঘাস ।
নতুন উঠোন।
নতুন শরীর।
নতুন আদর।
তখনো কি তোমায় এমনি ভাবেই পাবো?
পরনে ঢাকাই শাড়ি,
কপালে সিঁদুর।
তখনো কি গরম ভাতের গন্ধে
তুমি মিশে থাকবে
খোলা চুলের গন্ধে?
আগুনের ভেতর থেকে দেখি
দূরে পড়ে থাকা ছাইয়ের মধ্যে থেকে
বেরিয়ে আসছে নতুন এক সবুজ,
এক আকাশ স্বপ্ন নিয়ে।

    








********************************************** *************************************************************************************        


দেবাশীষ মুখোপাধ্যায় 

 রয়েল কমপ্লেক্স ,কাঠালবাগান ,উত্তর পাড়া, হুগলী থেকে লিখছেন পেশা: শিক্ষকতা ,নেশা : কলম চারিতা ,সাপলুডো খেলা শব্দ নিয়ে ,অণুগল্প ,ছোট গল্প ,কবিতা, প্রবন্ধে  সুখ-দুঃখ ,হর্ষ-বিষাদ, আড়ি ভাবের অনুভবে থাকা ,জীবনের দুই স্তম্ভ রবীন্দ্রনাথ বিবেকানন্দের আদর্শ মনন, যাপন ও শীলনে.. স্বপ্ন: পৃথিবীকে ভালবাসার যৌথ খামার বানানো..দিক চক্রবালে হিরণ্যগর্ভ আলোর খোঁজ ..পাখি ,গাছ আকাশের সাথে মন কি বাত.. সূর্যের নরম আলোয় সুখের আবিরে মানুষের সাথে হোলি খেলা..

           

1 টি মন্তব্য:

  1. চোখ ও মনকে স্নিগ্ধ করে কবির প্রকাশ। আপেক্ষিক কোনো জটিলতা নেই। সহজ যে সুন্দর হতে পারে, তাই কবি বোঝালেন।

    উত্তরমুছুন