রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

জীবন সরখেল





জীবন সরখেল * দু’টি কবিতা 




বিসার

অবৈধ সুখ দেওয়ালের কান এড়িয়ে আঁকতে চায় 

নগ্ন নির্মোহ ছবি 

পৃথিবীর নিয়ত ঘূর্ণনের বায়বীয় শব্দ নিনাদ 

যেভাবে অজান্তেই 

আজ সহজাত!

নদীর তীব্র বেগের সাথে তাল মিলিয়ে দৌড়ায় অবাধ 

ভক্তিস্রোত 

মনে বনে কোনে গড়ে ওঠে কত নিত্য নতুন ইতিহাস 

তবে গভীর সুড়ঙ্গ বেয়ে অন্ধকার আলো মায়া এড়িয়ে 

একদিন 

ঠিক ফুরোবেই সবার অলীক ভ্রান্তিপথ......










মুনিম


রাস্তার পাশে বসে দাসভাইয়েরা একমনে অতি লোভ 

আকাঙ্খার মুখ আজও দক্ষভাবেই সেলাই করে যান;

ছাতা-জুতো-ব্যাগ সারাইয়ে আসা মানুষেরা তাই বেশ তৃপ্তি ও 

সন্তুষ্টি নিয়েই বাড়ি ফিরে যান....

নামী ডাক্তার;দক্ষ দর্জির মতোই তাঁরা সমাজ সংসারের প্রিয় 

মানুষ-বস্তুটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যান 

সময়ের ক্ষত ও সম্পর্কের বহু ফাঁক ফোকর নিরাময় করেও 

তাঁরা বিনম্রভাবে হাসিমুখেই থাকেন দিনরাত!

তাঁরা খুব ভালোভাবেই বোঝেন;এই সুবিশাল ব্রহ্মাণ্ডের বহু 

দোষ- ত্রুটি-বিচ্যুতির কতটুকুই বা দু একজন মানুষের পক্ষে 

সেলাই করতে পারা সম্ভব ?










****************************************************************



জীবন সরখেল

১৯৮০খৃষ্টাব্দের ২৪শে অক্টোবরে জন্ম। পেশায় স্কুল শিক্ষক হলেও, কবিতা লেখা নেশা। দেশ ও বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন । উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল "বিবেকদানি" ও "পরিণতি"।




1 টি মন্তব্য:

  1. "অবৈধ সুখ দেওয়ালের কান এড়িয়ে আঁকতে চায়".. প্রথম লাইনেই কবি ছক্কা হাঁকিয়েছেন। দুটি লেখা বেশ ভালো লাগলো। কবিকে ভালোবাসা জানাচ্ছি।

    উত্তরমুছুন