মানুষ জন্ম
অঞ্জনা চক্রবর্তী
ধরা জুড়ে পশু পাখি
আছে কতো কীট,
এদের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী
তবে মাথায় ছিট্।
জন্মে নিয়েই কান্না জোরে
দুঃখ তাদের হয়
জীবন মানেই ব্যথার বোঝা
জন্ম নিতে ভয়।
আলো দেখে শিক্ষা চলে
আছে আবেগ মন
ওরে তোরা যাপন সুখে
মানুষ মানে শোন্।
ফোটে শত স্বপ্ন আলো
লালন করে ভ্রূণ,
একটি বীর্য ডিম্ব মিলন,
হাজার হলো খুন।
অনেক ভাগ্য করে তবে
মানুষ জন্ম ভাই
মানুষ জন্মে গর্ব থাকা
সদা হওয়া চাই।
মানুষ মানে মায়া বুকে
মানুষ মানে দান
জন্ম নয়তো নিন্দা মন্দ
মোলো এবার কান।
************************************************************************************************
অঞ্জনা চক্রবর্তী
অঞ্জনা চক্রবর্তী, ইংরেজিতে এম. এ ও সোসিওলজিতে এম এ।জন্ম ১৩/৯/৭৪ বর্ধমানের রেল ট্রাফিক কলনীতে।পিতা অক্ষয় কুমার চক্রবর্তীর কাছে সাহিত্যে হাতেখড়ি। মাতা মিলি চক্রবর্তীর সাথে থেকে প্রকৃতি কে চেনা। ভ্রাতা অর্ণব চক্রবর্তীর হাত ধরে ও অনুশাসনে শান্তিনিকেতন উপলব্ধি । প্রকাশিত বই -সপ্তপদীর সাতকাহন।পূর্বস্থলী অর্ঘ্য সাহিত্য সংস্থা ও পূর্বস্থলী থানার যৌথ উদ্যোগে জীবনকৃতি সম্মাননা প্রাপ্তি।




ছড়াটি বেশ ভালো লাগলো।
উত্তরমুছুন