রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বাবলু সরকার




বাবলু সরকার * দু’টি কবিতা 







অক্ষম 

বাতাস বইছে

নুইয়ে পড়ছে গাছ


শতাব্দী প্রাচীন পাতা 

সবুজ ধোঁয়ায়

আজও হাতড়ায় আত্মা


বৃষ্টির টাপুরটুপুর ফোঁটা 

পড়ে বাতাস ও গাছের আত্মার 'পরে


বৃদ্ধ ভোর

তবু সবুজ হতে পারে না 

বৃষ্টির পরে 











ভালো 

মাকড়সার জালের মতো 

চেয়ে আছে ও

রোদের মিনতি মাটির কাছে 


সেই মন উড়ে যায় 

ডাকে মিলনের বাঁশি


তোমাকে চাওয়ার গান

মন ভরে ওঠে 


নিশুতি রাতে নিঃসঙ্গ নক্ষত্রের আলোয়

তাকিয়ে থাকি আমি তোমার নিদ্রিত চোখে 


আলুথালু হৃদয় 

মিশে যায় রাতের মতোই

নীরব আকাশে 











********************************************************************



বাবলু সরকার 

 বাবলু সরকার বাদকুল্লা সুরভিস্থান নদীয়া থেকে লিখছেন। পেশায়  প্রাইভেট টিউটর ও এল আই সি কর্মী।  নয়ের দশক থেকে লেখা শুরু হলেও দুই হাজার থেকে পাকাপাকি ভাবে লেখা শুরু। সম্পাদিত পত্রিকা "সম্ভব "। মূলত লিটল ম্যাগাজিনের প্রতিই আগ্রহ। কাব্যগ্রন্থ নেই। লেখা পাঠানোয় ভীষণ অনীহা। এই অনীহার কারণেই হয়তো কাব্যগ্রন্থ হয়নি।


1 টি মন্তব্য:

  1. "বৃদ্ধ ভোর/তবু সবুজ হতে পারে না/বৃষ্টির পরে"...কী সুন্দর এই লেখা। লেখায় কোনো কৃত্রিমতা নেই।

    উত্তরমুছুন