তুষার ভট্টাচার্য * দু’টি কবিতা
শীতল পাটিতে
তারপর ভোরবেলা রৌদ্র স্নাত বাউলানির
দুয়ারে গেলে শুধু উড়ে আসে
তার আদুল শ্যামলা শরীর থেকে চন্দন ঘ্রাণ ;
তখন রাখাল বাঁশি প্রেমিক আমার হৃদয়ে
ভোরের পাখি গুনগুনিয়ে গেয়ে ওঠে
মাধুকরী গান ;
আমিও বাউল জন্ম চাই
একতারা হাতে বাউলানির নিরালা দুয়ারে গিয়ে শীতল পাটিতে দু'দন্ড
শান্তিতে ঘুমোতে চাই ;
তার পলিমাটির শরীরে ভালবাসার
আগুন জ্বালাতে চাই l
ভ্রান্তিবিলাস
ভোরের রুপোলি রোদ্দুর পুবের জানালায়
উড়ে এলে
জীবনের ব্যর্থতাগুলি মুহূর্তে মুছে যায়
মনের উঠোন থেকে ;
অপূর্ণ আকাঙ্খাগুলি বিকেলের জুঁই ফুল
হয়ে ফুটে ওঠে হৃদয় বাগানে ;
তারপর যতটা পারি ভুলে যেতে চাই
অনন্ত দুঃখের ইতিকথা
আর জীবনের ভ্রান্তিবিলাস l
*******************************************************************************************************
তুষার ভট্টাচাৰ্যর জন্ম ১৯৬২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে l স্নাতকোত্তর পাশ ( কলকাতা বিশ্ববিদ্যালয় ) সরকারি কর্মী l দীর্ঘদিন ধরে কবিতা লেখেন l সিগনেট প্রেস থেকে ২ টি কবিতার বই প্রকাশিত হয়েছে l





"তার পলি মাটির শরীরে ভালোবাসার আগুন জ্বালাতে চাই"... অপূর্ব লেখা।
উত্তরমুছুন