রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সন্দীপ ঘোষ




সন্দীপ ঘোষ * দু’টি কবিতা 


মিথ্যের প্রকাশ 


ভালোবেসে সুখ যদি না পাও তবে জেনো 

তা তোমার ডাঁহা মিথ্যে বাসা |

ফুল ফুটবার আগেই

যদি তা কুঁড়িতেই  ঝরে যায় তবে জেনো 

তা ছিল মিথ্যে ফোটার আশা |


পড়ায় মনোযোগ দেওয়ার আগেই 

যদি যোগে কাটাকুটি খেলা চলে তবে জেনো 

তা ছিল মিথ্যে যোগের বাহানা |

স্টেশনে পৌঁছানোর আগেই 

যদি ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যায় তবে জেনো 

তা ছিল উদাসীনতার কারখানা |


দায়িত্ব  পালনে ব্যৰ্থ হয়ে 

যদি ক্লান্তি বা ভুলের হাত ধরো তবে জেনো

তুমি মানুষ হিসেবে ডাঁহা ফেল |

শাশ্বত সত্যের পথে 

যদি তুমি অটল থেকে এগিয়ে চলো তবে জেনো

তুমি ভালোবাসা পাবে অঢেল |

         






             






তুমি আসবে বলে…  

        

তুমি বলেছিলে, তুমি নদীর মতো, শান্ত - সচ্ছসলিলা ,

প্রকৃতির মতো ছন্দে-আনন্দে মনপাগল করা 

তোমার নির্ভেজাল ভালোবাসা |

সঁপেছি ঐক্যতান, সুরের ভেলায় বেসেছি 

মন উজাড় করা ভালোবাসা ,

তোমার আগমনীর গানের সুর----- 

আমার হৃদয়ে জন্ম নিয়েছে জীবনের নতুন ধারাপাত |

কথা ছিল আসবে তুমি , আমরা পাড়ি দেব 

প্রেমের ভেলায় দুর দিগন্তে ----

আমি যে তোমারই তীরে বসে আছি সারাদিন ধরে ………


কুলুকুলু শব্দে শুনতে পাই তোমার পায়ের নুপুরের পথচলা ,

নাতিশীতোষ্ণ হাওয়ায় মিষ্টি ছোঁয়ায় 

প্রেমপিপাসার অতল জলে দিয়েছি ডুব ,

তোমার ভালোবাসার স্রোত মনকে ভীষণ উতলা করে তোলে |

বিকেল গড়িয়ে সন্ধে হয় হয় --------

আমি যে তোমারই তীরে বসে আছি সারাদিন ধরে ………


মনে হয় বাঁধভাঙ্গা উচ্ছাসে ভেসে থাকি 

আমৃত্যূ, শুধু তোমার অপেক্ষায়-------

জমে থাকা রাশি রাশি সপ্নগুলো ভাগ করে নেওয়ার 

এক অদম্য ইচ্ছা শুধু  আগামীর পথচলায় ,

তুমি আসবে বলে সাজিয়েছি জীবনের উপাসনালয় ,

ফুলে ফুলে গেঁথেছি, তৈরি করেছি হৃদয়ের বাণীর 

অক্ষরমালা, তুমি আসবে বলে |

অশ্রুসিক্ত প্রেমজ পথের কান্না তুমি পাচ্ছো কি শুনতে ?

আমি যে তোমারই তীরে বসে আছি সারাদিন ধরে ……… |

     


                   







***********************************************************************************************



     সন্দীপ ঘোষ


জন্ম-06/01/1975, তালডাংরা, বাঁকুড়া থেকে লিখছেন।  বানিজ্যে স্নাতক । ছাত্র বয়স থেকেই লেখার নেশা। তবে, প্রকৃত লেখালেখি শুরু বিভিন্ন দৈনিক সংবাদ পত্রের পাঠকের কলম বিভাগে । রেডিও -টিভিতে চিঠি পাঠানোর অদম্য নেশা । জীবনের টানাপোড়েনে সাময়িক বিরতি । 2016'সালে দৈনিক যুগশঙ্খ পত্রিকায় পাঠকের কলম বিভাগে আবার লেখা শুরু। প্রথম গল্প প্রকাশ পায় বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে প্রকাশিত ছোটদের জন্য 'সেতু জুনিয়ার 4 ' গল্প সংকলনে, গল্পের নাম 'পাঁচু দাদুর বাগান'। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় গল্প-কবিতা- প্রবন্ধ প্রকাশ। ভালো বাসেন নিজের লেখা গানে সুর করতে ।

1 টি মন্তব্য:

  1. পরিচিত দৃশ্যগুলিতে এক সচেতন আবেগ ও চিন্তার প্রলেপ মিশিয়ে দিয়েছেন কবি।

    উত্তরমুছুন