পার্থ প্রতিম গোস্বামী * দু’টি কবিতা
গোপন খেলা
এই যে অভাব জমিয়ে
কিনেছি অপেক্ষার আলো
এ শুধু আমিই জানি
এমন গোপন খেলা ভালো
বহুবর্ণ খাদ ভেঙে
বিস্মিত হাওয়ায় দোদুল
অনন্ত তোমার পথে
ছুঁয়ে ফেরা ঐশী গর্ভফুল
হে নাথ
তোমাকে নয়
পথটুকু শুধু পাবো বলে
চান্দ্রসুখে ছুঁড়ে মারি রাত
অভাব জমিয়ে হাঁটি
অভাব জমিয়ে হাঁটি
দেখবো বলে আশ্চর্য প্রপাত ||
এক্সট্রা পেজ
বিয়াল্লিশটি শিশু আজ একসাথে
ঘুমিয়ে পড়েছে কোনো বহুদূর দেশে
যেসময়ে মাওবাদে নত হলো
বেশ কিছু কোবরার ফণা
সেইমাত্র চট করে সরে বসি পাশের কলামে
উপুড় এই বিছানায়
তারা কেউ আমাকে দেখছে না
আমিও দেখছি না কিছু
কতখানি তিলক কামোদ
দীর্ঘ বন্দিশ শেষে অপ্রতিবাদে ভেসে যায়
যেভাবে অপূর্ব প্রেমে
বিনোদন ফিকে হয়ে এলে
তুমিও ভাবো না আর
কী শ্লোগানে রগ ফুলছে
বৃষ্টি কেন কেঁদে উঠলো আচমকা ধর্মতলায়
অথচ যে ভিটে জাগে অরুন্তুদ কফিন সংবাদে
সে আর ঘুমোবে না বহুজন্ম বিস্মৃতির আগে
আমি ফের সকাল চায়ে ডুবিয়ে খাবো
সারা বিশ্ব জ্বলে উঠবে কী বিপুল তেজে
চোখের আড়ালে শুধু মন থেকে উড়ে গিয়ে
ঝুঁকে পড়বো এক্সট্রা'র পেজে।
****************************************************************





কবির ভাবনার গভীরতা মার্জিত শব্দের প্রয়োগে থিতু হয়ে আছে। কিছু কিছু শব্দবন্ধ বেশ ভালো লাগলো, যেমন "ঐশী গর্ভফুল", "তিলক কামোদ"...
উত্তরমুছুন