প্রবীর কোনার * দু’টি কবিতা
অবসাদ
কুয়াশা অপরাজেয় তুমি গেলে ফিরে,
সমূহ শীতের আগে শিশির পতন;
প্রাচীন পথের ধারে বৃথা ঘুরে ফিরে,
আমি একা আর ছিল বিষন্ন মন।
ভেবেছি অদূরে তুমি চেয়ে দেখি রাত,
দলবেঁধে জড়ো হয় হওয়ারই সময়;
আসবে বলেও যারা তুলে নেয় হাত,
তেমন বন্ধু যেন কারোরই না হয়।
তুমি তো বলেইছিলে ফুলে হাত দিয়ে,
একদিন দেখো ঠিক মিলে যাবে সব;
শিউলি শুকিয়ে গেল হিম গেল চুইয়ে ,
কুয়াশাকে অজুহাতই ফাঁপা অনুভব।
অথচ খোদিত ছিল ফলকে ফলকে,
জ্যোৎস্না এগিয়ে এল তাও বরবাদ;
কেউ কেউ কথা দেয় হাওয়া মুখ দেখে,
আমি একা আর ছিল গাঢ় অবসাদ।
অভিঘাত
দিবসের আলো যত শেষ হয়ে আসে,
ম্লান হয়ে এল বেবাক কথোপকথন;
ক্রমশ বাড়ছে রাত যারা ভালোবাসে,
কারও আরম্ভ কারও হল সমাপন।।
সহসা স্তব্ধ মহীয়সী সংলাপ,
যত অমানুষ নরপশুদের ভিড়;
জীবন কাব্যে বড় কোনও অভিঘাত,
আলো হারা পথ একা ভেবে অস্থির ।।
মুখে বিষদাঁত বিভৎস নাগিনী,
শাণিত ছোবলে চিৎ হয়ে জ্যোৎস্না;
নাটকীয় রাত পাশবিক কাহিনী,
রক্তের সাথে সহবাসে কান্না।।
ভিতরে অশুভ জটলা হচ্ছে দেখে,
সব রাতপাখি গায় বিরহের গান;
ফিসফিস স্বর একজনই শুয়ে আছে,
পশুরা বিজয়ী জ্যোৎস্নার বলিদান।।
*********************************************************************
জন্ম পূর্ব বর্ধমান জেলার রায়না থানার রামবাটী গ্রামে ।পেশায় শিক্ষক ।সাহিত্য তার কাছে অবসরের শুশ্রূষা ,তার নিকটতম উপশম





বিশ্বাসঘাতকতা, শঠতা, আঘাত একজনের মনে কেমন অনুভব তৈরি করে, সেই বিষয়গুলিকে কবি দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন।
উত্তরমুছুন