শেয়ালরাজা
তনয় ভট্টাচার্য
শেয়াল বনের রাজা হয়ে বিলোয় খুড়োর কল
মাথা ভরা কেবল তাহার ফন্দি গেঁড়াকল।
এক সময়ে ছিলো সম্বল নখ দাঁত আর হাঁ-টি
আজব কাণ্ড!ক্রমে ক্রমে জুটলো ভিটেমাটি।
উঞ্ছজীবী হয়েও নিলো সিংহ-রাজার পিছু
হিসেব ক'ষে মাথা নিজের রাখতো ক'রে নিচু।
রাজা বদল হলেও তাহার লেজুড় হয়ে থাকা
এই মন্ত্রে রাখতো সচল ভাগ্যগাড়ির চাকা।
হঠাৎ সেদিন ঘটলো সে এক কাণ্ড সারা বনে
শেয়াল বনের রাজা হলো অতি সংগোপনে।
সবে মিলে রাজার মুকুট পরালো তার মাথায়
বনের সকল ষড়যন্ত্রী দাঁড়ালো এক ছাতায়।
তখন থেকেই নিপীড়নের হিসেব রাখা দায়
রক্ত ঝরে যখন তখন শাগরেদি-হামলায়।
হিংস্র সেই পশুর দলকে দেয় না বাধা কেহ
হামলাবাজির ফলে দেদার জমে মৃতদেহ।
ঘটতে পারে আরও এমন,হিসেব কোথায় তার!
লেজভারি সেই শেয়ালরাজার দারুণ অহংকার।
*****************************************************************
জন্ম--জানুয়ারি ১৯৫২ জন্মস্থান--সহজপুর।(পূর্ববর্ধমান)পেশা-পেনশানভোগী।পড়াশোনা-ইস্টার্ন রেলওয়ে ইস্কুল, আসানসোল থেকে উচ্চ মাধ্যমিক।বি বি কলেজ,আসানসোল থেকে স্নাতক। অল্প বয়স থেকে বাবার উৎসাহে লেখালেখি।পরে চাকুরি ও সংসারজীবন বেশ কয়েক বছর কেড়ে নিয়েছে সাহিত্য-চর্চা থেকে।অবসর গ্রহণের পর লেখালেখির আবার শুরু।



ধন্যবাদ
উত্তরমুছুন