সৃশর্মিষ্ঠা * দু’টি কবিতা
শীতের রাত্রিকালীন
খুনের দৃশ্যে অধিক রঙের কেত থাকে না
খানিক অন্ধকার
তার ভেতর বয়ে যাওয়া
আরও কালো থকথকে কিছু
আর
আচমকা উত্তুরে হাওয়ার চক্কর
লাশ ঘিরে...
পৌষকাল
পোষাকুকুরের গা থেকে হলুদের আদিখ্যেতা যায়নি তখনও। ওদিকে শিশিরের পান্ডুলিপি হাতে হাজির পৌষের ভোর। পুকুরের সোনালী ঢেউয়ের নিচে রূপালীদের জলকেলি। হরিয়ালের পলকে পাপড়ি মেলেছে পটগাঁদা। যূথিকার টানে ফিরেছে প্রবাসী খঞ্চনা। উড়িধানের ক্ষেতে দ্বিধাহীন ফিনফিনে হাওয়া। যেন জড়াহীন জন্মহীন পৃথিবীর টেস্টোস্টেরনে ফুঃ দিয়েছে যে বোস্টমী তার দিকে তাকিয়েছে গৃহস্থ। দেখা হলো বোস্টমের সাথেও। সুন্নি না শাক্ত ভাবতে ভাবতে মানুষের শীতে পা বাড়ায় রসিলা কমলালেবু...
*********************************************************************
জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।





অপূর্ব দুটি লেখাই।
উত্তরমুছুন