হামিদুল ইসলাম * দুটি কবিতা
তুমি
শীত ঝুলে আছে
কুয়াশা চারদিক
ফুল ফুটলে গন্ধ আসে না
তুমি চৌকাঠে পা রাখলে গন্ধ পাই
শিশিরে ভিজে যায় শুকনো আঙুল
কবিতা লিখতে পারি না
লিখি তোমার ঠোঁট
তোমার ওম ছুঁয়ে দেখি
তুমি তুমি ঘ্রাণ
তুমি তুমি শীত
তোমাকে পড়ি। বুঝে উঠতে পারি না কিছুই
লাশ
যুদ্ধের দামামা শুনি
হৃদয় ভেঙে চৌচির
ফুলদানিতে রাখা গোলাপ বিবর্ণ হয়ে যায়
কাড়া নাকাড়া
জেগে ওঠে ফুল পাখি শিশু
মৃত্যুর কোলাহল নদীর এপার ওপার
ঈশ্বর ঈশ্বর করি
লাশের দুর্গন্ধ সারা বাড়িময়
দেখি আমার পাশে শীত হয়ে শুয়ে আছে আমার লাশ
*****************************************************************************************************
জন্ম পঞ্চাশের দশকের মাঝামাঝি। ছোটোবেলা থেকেই লেখালেখি। স্কুলের একটি ম্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। কলেজ লাইফে বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়মিত লেখালেখি। স্নাতকোত্তর শেষে একটা ছোটো কাজ। লেখা নেশা। রক্তের সাথে মিশে আছে । এ যাবৎ এগারোটি একক কাব্যগ্রন্থ---- @ হৃদয়ে তুমি @ প্রথম কদম ফুল। @ কেষ্টপুরের কেয়া মল্লিক। @ এই সময় অস্থির সময়। @ রমা রায়। @ শব্দে সাজাই কবিতা।@ বেলাভূমি। @ ঈশ্বরের হৃদয়ে জলের শব্দ। @ নীল সমুদ্র। @ অতল জলের বসত। @ বলয় গ্রাস।
তিনটি ই কাব্যগ্রন্থ। @ এখানে আকাশ।@ হৃদয়ভূমি @ আরশিনগর। এছাড়া আছে বেশ কিছু অপ্রকাশিত নাটক ও উপন্যাস।





"দেখি আমার পাশে শীত হয়ে শুয়ে আছে আমার লাশ"...মন ছুঁয়ে যাওয়া লেখা।
উত্তরমুছুন