দেবার্ঘ সেন * দু’টি কবিতা
নান্দীপাঠ
আঁধারে ফেলেছি তোমায়, বিভীষিকা ও জ্বরে
মেচেতা ধোয়া করুণা জল, গোটা সেদ্ধর পরে
সবজিরা সবই ছিন্নমস্তা, ফোড়নাকাঙ্ক্ষী হয়ে—
মৃত্তিকা কেশ জন্ম থেকেই, ক্লান্তিতে গেছে ক্ষয়ে।
তবু এসেছ, ফের দিয়েছ, তদ্ধিত প্রত্যয়—
আমি যে এক অপরাধী জীব, অপরাজিত নয়।
তবে কি তুমি যাদু বিশ্ব, চিহ্ন রূপা যতি
শোভনতায় রাখলে ধরে, বিস্তৃত সব ক্ষতি।
ব্যর্থ দল, নীতি শিথিলতা, প্রত্ন শহর ভেজায়
বিজোড় ছায়া মর্ত্য ধুলোয় অব্যয়ে আসে যায়
গানে গানে রাত পেরোলে যে প্রহরেরা হয় পাখি
বঞ্চনা সুখ, শুভ অসূয়া নান্দীপাঠেই রাখি।
এই মায়াময় ধূমায়িত দিন, পাহাড়ের বুক চেরা—
ক্রমশ এখন শক্ত হচ্ছে, নিজের কাছে ফেরা।
প্রায়শ্চিত্ত
মানুষের স্ফূর্তিতে মৃত অবলাটি
অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম মানে না।
ফলত—
এখানে কোনও চুম্বক নেই।
বারুদের ধোঁয়ায় আর গাদাগাদা বিষবাষ্পে
রুগ্ন হচ্ছে আকাশ, ক্ষুন্ন হচ্ছে প্রকৃতি
কালো হয়ে আসছে দিগন্তের স্পর্শেন্দ্রিয় রেখা।
কপালের তিলক, টিপ, ফোঁটা প্রভৃতি সমস্ত চিহ্ন
আমাদের আর অন্তঃকরণ দেবে না স্বস্তিকে।
মানুষের স্ফূর্তিতে মৃত অবলাটি
শান্তবিন্দুতে বেপরোয়া হয়ে গ্যাছে
ভুলেও এখন ভেবো না
ঘরে ফিরে গেলেই সবকিছু নিরাপদ।
তোমাদের বাজির সাথে, পুড়ে গ্যাছে ঘর, পুড়ে গ্যাছে পৃথিবী
একমনে সেখানে আগে মৃত অবলাটিকে সমাধিস্থ করো
জল দাও, যদি জল এই স্ফূর্তির প্রায়শ্চিত্ত ঘটিয়ে
একান্ত তিতিক্ষায় শর্মিলা হয়ে ওঠে।
****************************************************************************************************
এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। বিষয় ভাবনার নানাবিধ বৈচিত্র ছুঁয়ে থাকে তাঁর কবিতা। স্বকাল ও স্বদেশ ভাবনা তার মধ্যে অন্যতম । দেবার্ঘ সেন-এরকবিতার বই---) সমান্তরাল, দিগন্ত প্রকাশন ২) এক্সকিউজ মি, বার্তা প্রকাশন ৩) কাজল বাঁশী, বার্তা প্রকাশন ৪) নির্বীর্যতার জতুগৃহ, বার্তা প্রকাশন ৫) স্পর্শ নামক জেলখানা, একটি গীর্বাণ প্রকাশনা ৬) ভাতের জন্ম, সাপ্তাহিক ব্ল্যাকহোল প্রকাশনা । গত বইমেলায় প্রকাশিত ----






বহুমুখী ভাবনা এক অনুভূতিমালায় সজ্জিত হয়ে চোখ ও মনকে আলোড়ন মুখর করে তোলে লেখা দুটি। অনেক অনেক শুভকামনা জানাই কবিকে।
উত্তরমুছুনএরকম কবি জন্মের প্রতি লোভ র ইল। 🙏
উত্তরমুছুন