গুরুপ্রসাদ যশ * দু’টি কবিতা
বিচ্ছেদ
মাঝে মাঝেই মনে করি সব গ্লানি ধুয়ে দেব
কী লাভ এইসব তুচ্ছ ঘটনাবলী মনে করে
অথচ সবকিছুই যেন কাঁটার মতো বেঁধে
আমাদের ভুলবোঝাবুঝি
একান্তে একাত্ম হওয়া
ঘৃণা অবজ্ঞা অবহেলার কথা
আমাদের বিচ্ছেদের কথা
হতাশার কথা
ভুলতে চাইলেও ভুলতে পারি ?
আলিঙ্গন
আমরা যতোটাই নিবিড় হই অজান্তে দূরত্বের দৈর্ঘ্য বাড়ে
যাবার ভয় তাড়া করে
স্পর্শ প্রবণতা প্রশ্নের মুখে দাঁড়ায়
অতৃপ্ত তায় খুঁজতে চেষ্টা করি হৃদয়ের ঐকান্তিকতা
তপ্ত হৃদয় ফাগুন হতে পারবে কি-না
নাকি শুধুই মহাশূন্য।
***********************************************************************
গুরুপ্রসাদ যশ
কবিশেখর এ-র জন্ম ভূমি কড়ুই গ্রাম "কাটোয়া, পূর্ব বর্ধমান " এরভূমি পুত্র কবি গুরুপ্রসাদ যশ । স্কুল পত্রিকার থেকেই কবিতা লেখা। এখন পর্যন্ত আটটি কাব্যগ্রণ্হ প্রকাশ হয়েছে , কবিশেখর পত্রিকার সম্পাদনা করেন । অজস্র লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখেন । বর্তমানে কাটোয়ার স্হায়ী বাসিন্দা ।





প্রত্যক্ষ উপলব্ধিকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছেন কবি।
উত্তরমুছুন