রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

পঙ্কজ মান্না






পঙ্কজ মান্না * দু’টি কবিতা 









ভরা পৌষের হিমে 

এই আমি নাকি তারা হয়ে গেছি সাতশো বছর আগে

বলো ,মানুষ কি আর সেন্সাসে বাঁচে!

বর্ষা-বাদলে ভরা পৌষের নোঙর কাঁপানো হিমে 

কতবার যে রাতকানা চাঁদে পার করে দিই পুব থেকে পশ্চিমে 

ভিজে সপসপে ন্যাতানো জীবন

খানাখন্দে হোঁচট জীবন

 সবই সেঁকে নিই আদিম বিষাদে পুরনো দুখের আঁচে


এ-সব কী তবে রাতের স্বপ্ন শূন্যে হারিয়ে যাওয়া 

এ-সব কী তবে বৃথা মায়া ঘোর 

আমাকেই গিলে খাওয়া  !


আহা রে জীবন, তোকে কাছে ডাকি চোত্- পলাশের মাসে 

অখিলে নিখিলে জীবনের ছায়া লিখেছি বিরহগানে 


তবু প্রতিবেশী বলে-

এই আমি নাকি তারা হয়ে গেছি সাতশো বছর আগে !




হাসছে হাসুক 

মাথার উপর অবিশ্বাসী চাঁদ

হাসছে হাসুক ডেবিট ক্রেডিট দেখে 


তবু তোমার কাঁধে রাখতে পারি হাত

প্রেমিক কি আর হোঁচট খেয়ে শেখে!


ভাসিয়ে এলাম কুচকুচে সন্দেহ

প্রেমের পায়ে হাজার প্রণিপাত


একশো একটা আঘাত হানার পরেও 

তোমার কাঁধে রাখতে পারি হাত













****************************************************************************************************



পঙ্কজ মান্না

 জন্ম ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম।
ইংরেজি সাহিত্যে স্নাতক।
সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত।
বর্তমানে কলকাতাবাসী।
কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি---
শূন্যতেই ফেরা * ডাকনাম ভালোবাসা * ক্লান্ত ধ্রুবতারাকে বলি * রং রুটে কতদূর যাবে* প্রাক্তন ফাল্গুন জানে * উজান হাওয়া * আট পংক্তির জীবনকথা * ছায়ার সাথে এ-ঘর ও-ঘর * আলোপাখি
শেষ প্রকাশিত "আলোপাখি"
কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। 
প্রকাশক- কবিপত্র প্রকাশ


1 টি মন্তব্য:

  1. চির বহমান জীবনে বিষাদের অনুষঙ্গ খুব সুন্দরভাবে উপস্থিত হয়ে আছে এই লেখায়।

    উত্তরমুছুন