পঙ্কজ মান্না * দুটি কবিতা
যুদ্ধে আছি
তোমার দেউল ধন্দে ঢাকা যাচ্ছি না এইবার
যুদ্ধ চলছে নিজের সাথেই মৃত্যু ফেলে শ্বাস
যুদ্ধ মানেই মেবার পতন ,জখম পাণিপথ !
এখন পৃথ্বী বঞ্চিতদের খাচ্ছে গিলে রথ
দিন কেটে যায় কুরুক্ষেত্রে দাঁড়াই খাদের পাশ
আমিই আমার শত্রু যখন যুদ্ধ সারাৎসার
এই যে সময় পোকায় কাটা, দ্বন্দ্বে দ্বিধান্বিত
তাহার পিঠে সওয়ার মানব খণ্ডিত ঋত্বিক
ক্লেদ জমেছে মনের জাজিম হাতেও কালের ধুলো
তোমায় ছাড়ি আবার জড়াই শীত পোশাকের মতো
তোমার দেউল অন্ধকারে যাচ্ছি না এইবার
তুমুল যুদ্ধে নিজের সাথেই মৃত্যু ফেলে শ্বাস
ছুটি
বুকের ভেতর ঘন্টা বাজে -ছুটি
সুদূর নীলের যাত্রী আমি, এবার তা'লে উঠি
জীবন যখন হাওয়া মহল,রোমকূপে রূপ-খিদে
গঙ্গা থেকে গোদাবরী মন নাচে চৌতালে
তখন তোমার আসা যাওয়া সবার অলক্ষ্যে
রাঙিয়েছিলে দীর্ঘ দুপুর রঙচটা বক্ষে
বুকের ভেতর ঘন্টা বাজে--আসি
একটা জীবন কম পড়ে যায়, জীবন ভালোবাসি
****************************************************************************************************





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন