বিরান
শতদল মিত্র
ওরা ছোট্ট স্বপ্নটিকে জঙ্গলে নিয়ে এল। জঙ্গলে এল, কারণ জঙ্গলে দিনমানেও অন্ধকারের কায়েমি পাট্টা, কারণ গাছেদের হাত-পা-দাঁত-নখ নেই। স্বপ্নটির কান্নার আর ক্ষমতা ছিল না তখন, তবুও জীবন্ত ছিল। ওরা সেই স্বপ্নটিকে আঁচড়াল, কামড়াল। স্বপ্নটির না-ফোটা নারীচিহ্ন ছিন্নবিচ্ছিন্ন হল নিমেষে। স্বপ্নটি মারা গেল। তখনই। বা অনেক আগেই। তৃপ্ত ওরা চলে গেল। মৃত স্বপ্নটি জঙ্গলের অন্ধকারে পড়ে রইল একা। অসহায় মাটি কোল দিল তাকে। বুকে তুলে নিল তার দেহ থেকে চোঁয়ানো দু-এক ফোঁটা রক্ত।
না, তারপর থেকে কেউ আর স্বপ্ন দেখেনি। লোকে শুধু অবাক হয়ে দেখল বেবাক জঙ্গলখানি রাতারাতি পাতা ঝরিয়ে পাতা ঝরিয়ে রিক্ত। আর মাটি সবুজ হারিয়ে রূঢ় লাল।
***********************************************************************************************
শতদল মিত্র
জন্ম: বৈশাখ 1368(ইং-1961)
আদি নিবাস: লাভপুর, বীরভূম।
বর্তমানে কলকাতা নিবাসী।
পেশা: মুদ্রণ প্রযুক্তিবিদ
সম্পাদক: "কথক"
*প্রকাশিত বই:
কবিতা:
গড়িয়ে দিলাম কথা
লিখি নদীজল
মুনিবান
পোড়া মৃত্তিকা হারানো জন্ম
রাত্রি লিখি রোদ্রের আখরে
বিভাব কবিতাগুচ্ছ
গল্প:
শালগাছ কিংবা অতিলৌকিক আখ্যানগুচ্ছ
নরেন ভাণ্ডারীর জীবনবৃত্তান্ত
উপন্যাস
মাটির দুর্গের সেনা
খননডিহি
জিওলবট কিংবা নিমজীবন কথা
সম্প্রতি প্রকাশিত



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন