মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

চন্দ্রাণী গোস্বামী

 





চন্দ্রাণী গোস্বামী * দুটি কবিতা 


বসন্ত

'বি' শব্দ দিয়ে বিষ ছাড়া অন্য কিছুও তো হয়

যেমন বিন্দুবৎ তিল তোমার শান্ত ঠোঁটের ওপরে---

                              ----- লিখলেই হতভম্ব আমি।

খ্যাপাটে আমার সামনে বসিয়ে দেয় আমাকে এবং

জলবৎ তরল করে তোলে ; আর, একটা আশ্চর্য 

মিউজিক ট্র্যাক অবিরত বেজেই চলে----

'সুনামির ঢেউ আছড়ে পড়বে যে কোনো মুহূর্তেই।'


অথচ আগামী বসন্তকালেই আমি খেয়াল করতে পারব না

কালা কালা ওই তিল এবং মুখস্থ আওড়ে চলব, 

কাঁচা মরিচের চেয়েও সাংঘাতিক হচ্ছে প্রেম থুড়ি তিল ---- 


আর তিলে তিলে ফ্রিজিং পয়েন্ট ছুঁয়ে ডুবে যাবে 

                                     একটা 

                                            আস্ত টাইটানিক।













(০২)


মনখারাপ মানেই বসন্তকাল নয়

বরং মনখারাপ একটা রোদের নাম ভেবে

অনেকটা কাছাকাছি থাকা আলোর ভুবনে

একটা মনখারাপের মনে রোদ আছে ভেবেই

ডানা মেলে দেওয়া পাখির মতন, শুধু

বলা যায় না এবারে তোমার ডানার সঙ্গে 

একসাথে আলোয় উড়াল দেওয়া গেল না।













**********************************************************




চন্দ্রাণী গোস্বামী

জন্ম সত্তর দশকের শেষদিকে। স্কুল জীবন, বড়ো হয়ে ওঠা সবই কলকাতায়। পড়াশোনা স্নাতকোত্তর , কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে কলকাতার একটি কলেজে হিসাব রক্ষণ বিভাগে কর্মরত। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তীব্র আসক্তি। নতুন শতকের প্রথম দশকের শেষ থেকে নিয়মিত লেখালেখি। কবিতা আশ্রম, কৃত্তিবাস, গাঙ্গেয়, অপদর্থের আদ্যক্ষর, বম্বে ডাক, তমোহা, সাজি পত্রিকা, বিকল্প বার্তা সহ বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত। খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে তাঁর কবিতার বই----



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন