জবা ভট্টাচার্য * দুটি কবিতা
ঘূর্ণি
ফিউশনের বারান্দায় ঝিমঝিমে গোধূলি নেমে এলে
কেন জানি না আনমনে তোকেই দিয়ে ফেলি প্রেম
শূন্য দেওয়ালের কাঁচে
আকাশ লোনা দৃষ্টি আঁকে
সোঁদামাটির গন্ধ ক্লিভেজের প্রগলভতা ছুঁয়ে
অভিসারী হলে, প্যাস্টেলরঙা সন্ধেরা
গুনগুন বুনে যায় সুরের আবহ।
সমুদ্রপারের হাওয়ায় সুনামির গন্ধ!
দেখি আরকে জারিত চাঁদ হাত পাতে
সংগোপন সংরাগে
শরীর জুড়ে মধুকোষের উত্তাপে আবেগে।
অকৃপণ প্রেম থেকে বিন্দু বিন্দু জল
থরোথরো কেঁপে ওঠে
সৃজনের অখন্ড তান্ডবে।
অস্তিত্ব
শরীর জুড়ে বিষ পিঁপড়ের কামড়,
শরীর জুড়ে বিষ পিঁপড়ের কামড়,
পাহাড়টার হাঁ করা ফাটলে পিলপিল করে ঢুকে যাচ্ছেপিঁপড়েগুলো।
যতদূর চোখ যায় সবুজ গাছেরা চ্যাটচ্যাটে লাল।
মাঝরাতে এইসব স্বপ্নে ঘুম ভেঙে যায় আজকাল।
আশ্চর্য কি জানেন
ঘুম ভাঙলে
অযুত তারার আকাশ দেখে
বড়ো প্রিয় যোগিয়া রাগে মন গুনগুনিয়ে ওঠে---
"আছে দুঃখ, আছে মৃত্যু বিরহদহন লাগে
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে"
বিশ্বাস করুন সেই সময়,
সিলিং থেকে আপনাদের টাঙানো দড়ি , মারণাস্ত্রগুলো দেখে করুণা হয় --
মশীহ, তোমাকে যারা নৃশংস ভাবে হত্যা করেছিল , তাদের কোনও শাস্তি হয়নি,
আমি জানি, আমারও---
আশ্চর্য কি জানেন
ঘুম ভাঙলে
অযুত তারার আকাশ দেখে
বড়ো প্রিয় যোগিয়া রাগে মন গুনগুনিয়ে ওঠে---
"আছে দুঃখ, আছে মৃত্যু বিরহদহন লাগে
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে"
বিশ্বাস করুন সেই সময়,
সিলিং থেকে আপনাদের টাঙানো দড়ি , মারণাস্ত্রগুলো দেখে করুণা হয় --
মশীহ, তোমাকে যারা নৃশংস ভাবে হত্যা করেছিল , তাদের কোনও শাস্তি হয়নি,
আমি জানি, আমারও---
**************************************************************************
জবা ভট্টাচার্য
জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবটুকুই কলকাতায়। বিবাহ সূত্রে উত্তরবঙ্গে আসা। ভালোবাসা থেকে লেখালিখি করা। এ পর্যন্ত সাজি, মান্দাস, বিবর্তন, সহ বহু ছোট বড়ো লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে। নিজের একটি কবিতা সংকলন আছে "মাধুকরী মন"।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন