মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

আবদুস সালাম





আবদুস সালাম * দুটি কবিতা


প্রেমের মরসুম


আমি প্রেমিক হয়ে উঠলে দৈবজ্ঞান প্রখর হয়ে ওঠে
ভালোবাসার আগুনে সেদ্ধ হয় হৃৎপিন্ড
দর্শকের গ্যালারিতে এখন প্রেমের মরসুম

সরষে ফুলে মৌমাছি লেখে দিকভ্রান্তের উপন্যাস
 ক্যালেন্ডারের পাতায়  তখন আঁকি বানিজ্যিক  সূচীপত্র
বিন্যস্ত আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা প্রতিকূল 
স্পর্শ সুখের ঝলসানো হৃৎপিন্ড শুভেচ্ছায় ভিজে

মনখারাপ গুলো খুঁজতে থাকে বিনম্র আবেদন
অদৃশ্য প্রস্তাবেরা  বিকেলের মায়ায় বন্দী
পাথরের ঠোঁটে ঠেকিয়ে নিই ঠোঁট
প্রেমিক মন প্রেমের নদীতে দাঁড় বিহীন নৌকার মাঝি

















অভিশাপ 


সভ্যতার ভূমিতে দীর্ঘতর ফাটল  
অসুস্থ শহরে জেগে ওঠে কোলাহল 

মহাশৃংখলার ক্ষেতে বোনা হচ্ছে  মহা-বিশৃঙ্খলার বীজ  
সৃষ্টিকর্তার রোষ নেমে আসছে আমাদের পৃথিবীতে 
সভ্যতার মুখে চুনকালি দিয়ে দাউ দাউ করে জ্বলছে শহর 

দেখে  নাও  নেমে আসছে সভ্যতার অভিশাপ













*****************************************************************************************************



আবদুস সালাম


জন্ম ১৭ই জানুয়ারি ১৯৫৭ সালে  বীরভূম জেলার খলিলপুর গ্রামে মাতুলালয়ে | ছোট থেকেই প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে জীবন সংগ্রাম চালিয়ে গেছেন| কিন্তু কঠিন বাস্তবতা তার হৃদয়ে মননে কোনভাবেই বাসা বাঁধেনি | মননে  সবসময়ই ভালোবাসার অনুরণন ঢেউ খেলে চলেছে| সকল মানুষকেই ভালোবাসাই কবির ধর্ম| সেই ভালোবাসাকে কবিতার  মাধ্যমে প্রকাশ করে চলেছেন | প্রথম কবিতা প্রকাশিত হয় কলেজ ম্যাগাজিনে | কবিতার জগত  চারণভূমি হলেও ছোটো গল্প ও প্রবন্ধ লেখাতেও সিদ্ধহস্ত|
প্রকাশিত গ্রন্থ:- নিস্তব্ধতা এসে কথা কয় ২০১৮, হলুদ পাতার মতো মৃত্যু ঝরে২০১৯, অলীক রঙের বিশ্বাস২০২০
যৌথ কাব্যগ্রন্থ,_মেঘের রং শীত ১,২, শব্দ ঘুড়ির আকাশ| বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক|

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন