অন্তরালে ভালবাসি
মুক্তারা রাফিয়া
এসেছিলে যখন
মুহূর্ত সময়েরা ঝরেছিলো অঝোরে....
হৃদয় ব্যাকুল ডানা মেলেছিলো
নাম না জানা পাখির মতো
চিনেছিলো অনেক আকাশ বাতাস ,
অসময়ে বসন্তের রং লেগেছিলো চোখের ঠোঁটে ;
কৃষ্ণচূড়ার মিথ্যে আবেশ এও
অহরহ জন্মেছিল আবেগ, অনুভূতি
জন্মেছিল প্রেম......
কোন পথ ধরে হাঁটছি আজ....?
হঠাৎ সন্ধ্যার দমকা বাতাস
মন কেমন বুঝিয়ে দিয়ে জানালো , সে এখনো আছে ;
প্রেম ইতি টানে যেমন,
ভালোবাসা কিন্তু অস্তিত্বের জন্য লড়াই চালায় অনন্তকাল ;...
জমে থাকা কথাগুলি উঠে আসতে চায় ঠোঁটের কোণে ,
ঝরে যায় বাতাসে
এখনো কতো কাঠগোলাপ...!
***********************************************************************
মুক্তারা রাফিয়া
আগামী দিনের সম্ভাবনাময় কবি মুক্তারা রাফিয়া মাঝাপাড়া, বদলপুর, বংশিহারী, দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন