মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

মধুপর্ণা বসু




মধুপর্ণা বসু * দুটি কবিতা 


নতুন পাতা

শ্রান্তির শেষে আরও কিছু বাকি থাকে বুঝি,

কয়েকশো দূরত্ব মেপে রাখে আমার সমস্ত পাপ-

পাকেচক্রে আজ ভুল সর্বস্ব পর্দার আড়ালে

আত্মগোপন করে।

আমাকে ডেকে নিয়ে যায়

একাকীত্বের ঝুল বারান্দায়,

ব্যঙ্গ করে হিসেব কষে নিজেকে চেনার,

তীব্র আবিষ্কারের বিষামৃত ভয়াবহ! 

এ অপরাধের কোন সুনির্দিষ্ট  এক্সিট নেই,

শুধু তুল্যমূল্য ঘুড়ির মাঞ্জা সুতোয় রক্তক্ষরণ,

আর নিজের সত্ত্বাকে প্রশ্ন ছুঁড়ে দেয়,

কি হয়, কি হতে পারতো, কি হলনা? কি হল?

সব অবদমিত ছুটে আসা সংশয়

ক্লান্ত করে,

ভীষণ ক্লান্ত করে...

উত্তর নিখোঁজ রেখে সাদা পত্রপুটে

নতুন শব্দে আঁকিবুঁকি অপচয়। 












দুর্ভাবনা

ভেবেছো কি ছায়ার পেছনে নির্বোধ সময় গেছে

অথচ বিন্দুমাত্র বিচ্যুতি নেই আমাদের স্থবিরত্ব

নিয়ত কাল সমুচিত মূল্য ধার্য্য করে শমন আসে,

আমাদের অনর্গল প্রগলভতা সেই ক্রূর উল্লাস

শুধু তর্কে চর্চায় ক্ষয়ে যেতে যেতে ঘুমন্ত দিন।

তবুও সম্বিত, চেতনা মেঘ সর্বস্ব কল্প দূর্গ;

ভুলচুক গুপ্তধনের হারানো সময় উজার

না ফেরার কথা একমাত্র প্রত্যাশা হলেও

জানি অবশ্যম্ভাবী আমাদের মোহ যাপন,

হে সর্বগ্রাসী প্রলয়!

দাগ মুক্ত করো সমূহ অর্বাচীন। 

















*******************************************************************



মধুপর্ণা বসু


মধুপর্ণা বসু,  কলকাতা আলিপুর বাসিন্দা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর, বি.এড।  ২০১৭ থেকে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় এবং  পত্রপত্রিকায় লেখা শুরু। ২০১৯ থেকে ২০২৪ এর মধ্যে চারটি বই প্রকাশিত হয়েছে। প্রথম কবিতার বই 'মেঘের চিঠি' এরপর 'মোহনার দিকে', ' ঝরা পাতার কথারা' এবং ২০২৪ এ ‘বোহেমিয়ান' প্রকাশিত হয়েছে।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন