শ্রীদাম কুমার-এর কবিতা
বালুচরী ভ্রমন মৌনী বৃক্ষে
১.
দুধেলা কালোগাভীর বাঁট ছুঁয়ে ছুঁয়ে রাত ঘিরে ধরে রাজমহিষীর সম্ভ্রমভারে ৷ খোলা চুলের লেবুগন্ধ নিয়ে ষাঁড়টি জাবর কাটে ৷ রোমন্থন পুলকে বাতাস কেঁপে কেঁপে ওঠে ৷ ঝর্ণা উঠে আসে সংহত শীতকারী কলতানের আবর্তে ৷ গুহামানবের আশ্চর্য কারুকার্য গুহার গায়েই আঁকা হতে থাকে ...
২.
দিঘির কালো জলে রক্তকমলগুলি ফুটতে থাকে ৷ মৃণালের কাঁটা-চিহ্ন সীমানা পেরিয়েই বাঁশী বাজে ৷চৌষট্টি পাপড়ির আমোঘ সুষমায় ৷ তন্ত্র-মাতৃক অঙ্গধারার চরাচরে....
৩.
ফল্গুধারায় তলিয়ে-থাকা নদীর সঞ্চরণ গল্পের গীতল প্রবণতাগুলি থেকে যায় বালুচরে .....
৪.
সূর্যাস্তের দুর্লভ কাঙ্খিত আভাস ৷ কমলা বিচ্ছুরণ কিছু কিছু বালুচরে ৷ বালুচরী ভ্রমণ জড়িয়ে যায় অবশেষে মৌনীবৃক্ষে ৷
৫.
ভান্ডে ওঠে ব্রহ্মাণ্ডের নাদ ৷ তির্ তির্ কাঁপন মগ্নতার ৷
অপূর্ব শিহরণ ওঙ্কার ....
************************************************************************************************
জন্ম : ২৪ এপ্রিল ১৯৭৩ ভাড্ডি গ্রাম,গড়জয়পুর,পুরুলিয়া। একান্নবর্তী পরিবারে জন্ম , বেড়ে ওঠা ।অন্তর্মুখীন স্বভাবের,প্রচারবিমুখ। কবিতার পাশাপাশি গদ্যেও সাবলীল । 'মাদৈল', অরন্ধন, রঙিন ক্যানভাস, 'কবিতা আশ্রম'-এর মত ওয়েব ম্যাগাজিনে মাঝে মধ্যেই কবিতা প্রকাশিত হয়ে থাকে।'এবং কথা'-র মত ধ্রুপদী মানের মুদ্রিত পত্রিকাতেও লেখা বের হয়েছে।'কবিতার আকন্দ' নামে একটি সাময়িকী সম্পাদনা করেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন