হামিদুল ইসলাম * দুটি কবিতা
বিমূর্ত আশ্বাস
সারা শরীর জুড়ে যুদ্ধের ক্ষত
মিছিলে উদ্বেলিত লড়াই
জীবন মানে সংগ্রাম
জীবন স্লোগান
লড়াইয়ে লড়াইয়ে বাস্তিলের দুর্গ ভেঙে পড়ে
পায়ে মরুতৃষা বিলীন
যক্ষের ধন গিলে খায় মেহনতি সর্বহারা
আগুন নিয়ে যারা খেলে তারা গণে
দুর্গন্ধ লাশ
লাশের গন্ধে ভরে ওঠে নদী
তবু সর্বহারা মন বিপ্লবের গান গায়
কথার ভেতর কথার গর্জন
কথার ভেতর সমাজ পাল্টাবার বিমূর্ত আশ্বাস
ফুটপাত
কে কার জন্যে
তবু ছায়া হয়ে দাঁড়ায় মায়াগাছ
বিশ্বাসের নদী থেকে জল তুলে আনি
জলে ক্ষত বিক্ষত লাশ
কার জন্যে কে কাঁদে
অনাথ শিশু কেঁদে মরে নিঃস্ব ফুটপাতে
কতোদিন খায় নি ভাত
নেই ওষুধ পত্তর
জীবন পড়ে থাকে জীবনের বারবেলায়
নাটমন্দির খোলা
ধ্যানে বসে না অসহিষ্ণু মন
বুকের ভেতর কোন যাযাবর ডাক দিয়ে যায় ?
*****************************************************************************************************
হামিদুল ইসলাম
জন্ম পঞ্চাশের দশকের মাঝামাঝি। ছোটোবেলা থেকেই লেখালেখি। স্কুলের একটি ম্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। কলেজ লাইফে বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়মিত লেখালেখি। স্নাতকোত্তর শেষে একটা ছোটো কাজ। লেখা নেশা। রক্তের সাথে মিশে আছে । এ যাবৎ এগারোটি একক কাব্যগ্রন্থ---- @ হৃদয়ে তুমি @ প্রথম কদম ফুল। @ কেষ্টপুরের কেয়া মল্লিক। @ এই সময় অস্থির সময়। @ রমা রায়। @ শব্দে সাজাই কবিতা।@ বেলাভূমি। @ ঈশ্বরের হৃদয়ে জলের শব্দ। @ নীল সমুদ্র। @ অতল জলের বসত। @ বলয় গ্রাস।
তিনটি ই কাব্যগ্রন্থ। @ এখানে আকাশ।@ হৃদয়ভূমি @ আরশিনগর। এছাড়া আছে বেশ কিছু অপ্রকাশিত নাটক ও উপন্যাস।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন