মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

গুচ্ছ কবিতা * রতন পালিত




কবিতাগুচ্ছ * রতন পালিত


ফাঁদ  

      

মায়াবী পথের জটিলতা

জানা অজানার আমি আর

আমার চৈতন্য

শেষ বিন্দু ভেবে নিজেকে

বাঁধতে পারিনি


সংকেত এসেছিল

বিশাল বিশাল ফেরিওয়ালা

আমাকে কৈফিয়ত দিতে হয়েছে


কারণ; সস্তা হলেও

সেই দুর্লভ প্রলোভন কেনার সামর্থ

আমার ছিল না



ঘুম 


রাস্তাগুলো উঠছে আর নামছে

আমিও

আমার সাথে যারা ছিল

তারা ঘুমিয়ে পড়েছিল শীতল সুখে


ঘুম,  সে'ও এক বিচক্ষণ অভিব্যক্তি

জেনেছি --

তারও পছন্দ অপছন্দের  মনিব আছে



মাদল 

        

ছোট গাছগুলো জ্বলছে

বড় গাছগুলোর মাথা টলমল


তীব্র বেগ

আছড়ে পড়ছে ঢেউ; সাথে


একটা স্নিগ্ধ নদীর বেতাল চলন


নৈসর্গিক বাগিচায়

রঙিন কিছু গাছ


কানে আসছে

কোথাও

মাদল বাজছে বেহুঁশ



সবার মা 

       

শান্তি পীঠ


শব নেই, কোন ডোম নেই

আধপোড়া বাঁশ, আধপোড়া কাঠ

ইতিউতি


একটি খোলা মন্দির

ভিতরে বিভৎস মূর্তি

টানা টানা চোখ, টকটকে লাল মুখ


জনশ্রুতি

তিনিই সবার মা













******************************************************************



রতন পালিত 

কবিতা মননে, চিন্তনে । স্কুল জীবন থেকে। প্রথম প্রকাশিত কবিতা স্কুল ম্যাগাজিনে, একাদশ শ্রেণী। তারপর বিভিন্ন জনের আবদারে অনেক লেখা বিভিন্ন স্কুল, কলেজ এবং স্থানীয় শারদীয় পত্রিকায় নিয়মিত প্রকাশ। মাঝে বেশ কয়েক বছর ছেদ। বর্তমানে নিয়মিত চর্চায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন