মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

সাধন চৌধুরী




সাধন চৌধুরী * দুটি কবিতা 


রমণীয় ১


দৈবে ছুঁয়েছিল, তবু, নাও খানি হয়নি তো সোনা 

মহিমা কি ধুয়ে গেছে জলে, বহু বিসর্জনে–

খড়মাটি ঘামতেল গ'লে, অন্য কাঠামো এক

বর্ণহীন সময়ের মতো; বাকি ধারণার অন্তর্জল–


ললিত রমণী এক। মোহ-আবরণ খুলে পড়ে 

চকিতে ভয়ও ভাঙে ; মুগ্ধতার আজন্ম রতি

প্রণয় স্বভাবে ঝুরে, কত অস্থির, আতুর–

প্রতি অঙ্গ জুড়ে ঢল মূর্চ্ছিত জলের! 











রমণীয় ২


এ বড় কুহক। দীর্ঘ সহবাসে চেনা মৃদুজল

বিশ -মাত্রা পয়ারের মতো ধীর সহচরী 

হাতজোড়া কুশলতা, নিভৃত ফসল খুঁটে রাখে

একেকদিন বড় বেশি নীলচে আকাশ– 



নিহিত ছলনা তার, জলের ভ্রুকুটি নড়ে 

চোখের পলকে কাবু ছক-বাঁধা মহরত 

রিরংসা গ'লে যায় দেবীপক্ষে যেন–


ঈশ্বরীর পায়ে লেগে নাও খানি সোনা 

স্বেদকম্প্রে স্তম্ভিত গাছ, আকুল সম্ভ্রমে নুয়ে 

অন্তর্গত হাহাকার; ভাবে, স্তুতি রমণীয়! 













*******************************************************************



সাধন চৌধুরী

মূল  নাম,সাধন  চৌধুরী, বাড়ি, আসানসোল, করুণাময়ী  হাউসিং,প্লট_২৩,পোঃঅঃ,রামকৃষ্ণ   মিশন, বিবেকানন্দ  সরনি,পশ্চিম বর্ধমান। অবসরপ্রাপ্ত  কলেজ  টিচার। বাংলা  ভাষা ও সাহিত্য নিয়ে  স্নাতকোত্তর, বিশ্বভারতী। প্রকাশিত  কোনো কবিতার  বই নেই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন